Advertisment

Kiff: মহানায়ক সম্মানের মঞ্চ থেকেই KIFF এর নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজের বদলে গুরু দায়িত্বে গৌতম ঘোষ?

Kiff 2024: এতদিন, রাজ চক্রবর্তী নিজেই সেই দায়িত্ব সামলে এসেছেন। তবে, শেষ দুই বছর ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, পরিচালক আর নিজে সেই দায়িত্বে থাকতে চাইছেন না। অবশেষে, জানা গেল সেই নাম। রাজের পরবর্তীতে এই দায়িত্ব কে সামলাতে চলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mamata Banerjee names national award-winning filmmaker Goutam Ghose as chairman of 30th Kolkata International Film Festival.

গৌতমের পাশাপাশি আর কে কী দায়িত্ব পেলেন?

মহানায়ক সম্মানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, জানিয়ে দিলেন এবার থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান কে? বেশ কিছু বছর ধরেই এই নিয়ে আলোচনা চলছে।

Advertisment

এতদিন, রাজ চক্রবর্তী নিজেই সেই দায়িত্ব সামলে এসেছেন। তবে, শেষ দুই বছর ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, পরিচালক আর নিজে সেই দায়িত্বে থাকতে চাইছেন না। অবশেষে, জানা গেল সেই নাম। রাজের পরবর্তীতে এই দায়িত্ব কে সামলাতে চলেছেন। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন সেই নাম।

মহানায়ক সম্মানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন, আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর হবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। আর এবার থেকে চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন পরিচালক গৌতম ঘোষ। তাঁর পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পেলেন আরেক মোক্ষম দায়িত্ব। অভিনেতা কো-চেয়ারপারসনের ভূমিকায় থাকছেন এবার থেকে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, যেন সবকিছু মেনে কাজ শুরু করে দেন তাঁরা। এমনকি এও বলেন, সামনের দিনে যেন ভাল করে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আরও বড় করে হয় সেটাই দেখা ভাল।  রাজ চক্রবর্তীকেও জানান, সবটা দেখে নিতে। উল্লেখ্য, প্রতিবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকেন অনেকেই। দেশ বিদেশ থেকে নানা গুণী মানুষের দেখা মেলে।

গতবার, শাহরুখ খানের জায়গায় দেখা গিয়েছিল সলমন খানকে। এমনকি একটা সময় অমিতাভ জয়া সকলেই প্রতিবছর আসতেন এই শহরে।

tollywood Raj Chakraborty Goutam Ghose Entertainment News
Advertisment