ফের সিনে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বিদ্যা বালানের প্রথম পরিচালক গৌতম হালদার

শোকের ছায়া টলিউডে...

শোকের ছায়া টলিউডে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Gautam halder eminent director passed away

প্রয়াত পরিচালক

ফের সিনে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান পরিচালক গৌতম হালদার। তাঁর ছবি পেয়েছে বেশ কয়েকটি জাতীয় পুরস্কারও। অভিনেতার হাত ধরে অভিষেক ঘটেছিল অনেক তারকার।

Advertisment

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। সিনেমার সঙ্গে সঙ্গে থিয়েটারের মঞ্চেই বেশ আনাগোনা ছিল তাঁর। আজ সকালেই মৃত্যু হয়েছে পরিচালকের। সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন। সমস্যা হচ্ছিল নিশ্বাস নেওয়ার ক্ষেত্রেও। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর হাত ধরেই সিনেমার পাতায় নিজের নাম লেখান বিদ্যা বালান নিজেও।

বাংলা ছবির মাধ্যমেই তাঁর শুরু। গৌতম হালদারের ছবি ভাল থেকোতে বিদ্যার অভিষেক হয়। ছবিটি বেশ কয়েকটি জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন। শুধু তাই নয়! বিদ্যা ছাড়া একাধারে তিনি কাজ করেছেন রাখি গুলজার, সৌমিত্র চট্টোপাধ্যায় এর মত দিজ্ঞজদের সঙ্গেও। বর্তমানে রবি ঠাকুরের রক্তকরবী নাটকটি নির্দেশনা দিচ্ছিলেন তিনি। সামনেই অনেকগুলো শো ছিল তাঁর। রক্তকরবীর শতবর্ষে এক অনন্য সম্মাননা দেওয়ার প্ল্যানিং ছিল তাঁর।

Advertisment

প্রসঙ্গত, দীর্ঘদিন তিনি কাজ করেছেন টলিপাড়ায়। প্রশংসা পেয়েছেন। বর্তমানে থিয়েটারে একচেটিয়া কাজ করছিলেন চৈতি ঘোষালের সঙ্গে। অভিনেত্রী শোকাতুর। সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি ভাল নেই। এই শোক দ্বিতীয়বার বাবাকে হারানোর মতোই।

tollywood Entertainment News