Advertisment
Presenting Partner
Desktop GIF

স্বামী রিতেশের চাপেই বলিউডকে আলভিদা জেনেলিয়ার? গুঞ্জন উঠতেই সত্যিটা সামনে আনলেন

সিনেদুনিয়া থেকে কেন সরেছিলেন জেনেলিয়া?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
riteish deshmukh, genelia deshmukh, genelia dsouza, riteish genelia instagram, genelia riteish love story, রিতেশ-জেনেলিয়া, রাজনৈতিক পরিবারে বিয়ে জেনেলিয়ার,

অভিনয় থেকে দূরে ছিলেন প্রায় ১০ বছর। বিয়ের পর জেনেলিয়া দেশমুখ ব্যস্ত ছিলেন সংসার সামলাতে। তার কিছু বছরের মধ্যেই দুই সন্তানের মা, দায়িত্ব বেড়েছিল। কিন্তু বেশিদিন বাড়ি বসে থাকেন নি তিনি। ফিরেছিলেন পেশাদারিত্বের জীবনে।

Advertisment

কিন্তু তাঁর বিয়ের পর বাড়িতে বৈঠা দেওয়ার বিষয়কে মোটেই ভাল চোখে দেখেন নি অনুরাগীরা। রাজনৈতিক পরিবারে বিয়ে হয়েছিল বলেই, কি জেনেলিয়াকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? অনেকেই এমনটাই ধরে নিয়েছিলেন। সোজাসুজি জেনেলিয়াকে প্রশ্ন ছুঁড়েছিলেন অনেকেই। এসব প্রসঙ্গেই জেনেলিয়া মুখ খুলেছেন করিনা কাপুরের শোয়ে।

অভিনেত্রী দীর্ঘদিন পর ফিরছেন সিনেমার পর্দায়। আবারও রিতেশের সঙ্গেই জুটি বেঁধেছেন তিনি। সকলের লোকচক্ষুর আড়ালে তারা প্রেম করেছেন বহুবছর। তারপর বিয়ে... রিতেশ অভিনয় করতে মানা করেছেন আপনাকে? আপনার শ্বশুরবাড়ির লোকজন কি বাঁধা দিচ্ছেন? এসব প্রশ্ন শুনেই জেনেলিয়া উত্তর দিয়েছিলেন, "না না! আমি অনেকদিন কাজ করেছি তাই কিছুদিন ছুটি নিতে চাই"।

আরও পড়ুন < মিথিলার প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেম তাসনিয়ার! ‘ব্যক্তিগত জীবন নিয়ে..’, গুঞ্জন উস্কে দিলেন অভিনেত্রী? >

সবসময়ই জেনেলিয়া কে সঙ্গ দিয়ে এসেছেন রিতেশ। আর পাঁচটা রাজনৈতিক পরিবারের মত নয়, বরং জেনেলিয়া নিজের ইচ্ছেমত কাজ করার সুযোগ পেয়েছিলেন প্রথম থেকেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পুত্রবধূ হওয়ার পরেও তিনি কঠোর নিয়ম পালন করেন নি কখনোই। রিতেশ দেশমুখের কথায়, "আমাদের কাছে পরিবার মানেই শুধু আমি জেনেলিয়া এবং দুই ছেলে। ওর সিদ্ধান্ত সবসময় ওরই ছিল, এতে আমরা কোনোদিন কিছু পরামর্শ দিই নি"।

উল্লেখ্য, দেভ ছবি দিয়েই ফিরছেন জেনেলিয়া। দুই সন্তানের পর, পরিবারের দিকেই সময় দিয়েছিলেন। রিতেশ বলেছিলেন, যেদিন জেনির ইচ্ছে হবে সেদিনই ও ফিরবে। তাঁর আগে কেউ কিছু ওকে বলবে না।

bollywood Entertainment News Genelia Deshmukh Ritesh Deshmukh
Advertisment