‘হিসেব নেবই..’, আবারও শহরের বুকে ‘গণহত্যা’! রেগে বিধায়ক-অভিনেতাকে তোপ শ্রীলেখা-তথাগতর

ঐ আবাসনে থাকেন অভিনেতা যিনি বিধায়কও… তিনি কি ঘুমিয়ে আছেন? প্রশ্ন তথাগতর!

street dogs, tathagata mukherjee, shreelekha mitra, tolly news
আবারও ঘৃণ্য ঘটনা শহরে

শহরের বড় আবাসনে বিরাট হত্যাকাণ্ড! অভিযোগের আঙুল দক্ষিণ কলকাতার আবাসনের বাসিন্দাদের দিকে। না, মানুষ নয় বরং চারপেয়ে বাচ্চাদের বিষ খাইয়ে খুন করেছেন সেই আবাসনের বাসিন্দারা। ঘটনার চরম নিন্দা করেছেন পরিচালক ও পশুপ্রেমী তথাগত মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র।

এই নিয়ে এমন ঘটনা শহরের বুকে নতুন নয়। চারপেয়ে অবলা প্রাণীদের হয়ে আওয়াজ তুলেছিলেন অনেকেই। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, তাই তো এবার রেগে আগুন তথাগত। ঘটনার বর্ণনা করেই তিনি লেখেন, “ছয়জন কুকুরছানাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। এই আবাসিকদের কুকুর নিয়ে সমস্যা নতুন নয়। প্রায়শই ফিডারদের শুনতে হয় কুকুরকে খুন করা হবে। তবে, আদৌ সেটি অভিজাতদের আবাসন কিনা এই নিয়ে সন্দেহ আছে। সব হিংস্র কাপুরুষ পশুদের আবাসন। শুনেছি সেখানে একজন পরিচিত অভিনেতা তথা বিধায়কের ফ্ল্যাটও আছে! তিনি কি দেখতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? কোনও ব্যবস্থা নিচ্ছেন? নাকি চোখ ঘুমে ঢুলু ঢুলু? এতবছর যে ঘুমিয়ে কাটিয়েছেন সেটা তো এক প্রমাণিত, নাহলে ডায়মন্ড সিটি, এন আর এসের ঘটনার পর আবার”?

ছয়জন নিষ্পাপ শিশু হোক না সে সারমেয় তাই বলে কি প্রাণ নয়? তথাগত একা নয় বরং গর্জে উঠেছেন শ্রীলেখা নিজেও। বললেন, “আবারও গণহত্যা! না না, মানুষ নয়, কুকুর! মানুষ হলে তো হইহই পড়ে যেত। তবে অভিনেত্রী বাতলে দিলেন কোন বিধায়ক থাকেন ওখানে। বললেন, তথাগত নাম উহ্য  রেখেছেন, আমি নাম নিয়েই বলছি সোহম চক্রবর্তী থাকেন ওখানে। একটু দেখুন, মানুষের জন্য তো অনেক কাজ করেন এবার ওদের জন্য করুন। তাহলে পরের ভোটে জেতাব তোমাকে”।

উল্লেখ্য, এর আগেও শহর নানা সময় চারপেয়ে বাচ্চাদের বিষ খাইয়ে খুন করার ঘটনার  সাক্ষী ছিল। তারপরও বদলায় নি মানুষের মন। তথাগত শ্রীলেখার সঙ্গে সঙ্গে আওয়াজ তুলেছেন সাধারণ মানুষেরাও। তাঁদের কথায়, এহেন ঘৃণ্য কাজ ক্ষমার অযোগ্য। আবার কেউ বললেন, চিন্তা করবেন না, প্রকৃতি আবার এর বদলা নেবে! শুধু দেখে যান। তবে, শ্রীলেখা সাফ জানালেন, এই ছয়টি প্রাণের বদলা তিনি নেবেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Genex vally mass murder six pups killed tathagata shreelekha got furious

Next Story
মহাকালেশ্বরে আরাধনা বিরাট-অনুষ্কার, ‘সনাতন ধর্মের জয়…’, বিরাট উচ্ছ্বসিত কঙ্গনা
Exit mobile version