রিলিজ এগোবে কিনা জানা নেই তবে প্রচারে থেমে নেই টিম গার্লফ্রেন্ড। অন্যভাবে প্রচারের ময়দানে নেমেছেন তারা। বনি-কৌশানী, তাদের খুনসুটি থেকে লড়াই সবটা নিয়ে কথা বললেন একটি সাক্ষাৎকারে।
সাম্প্রতিক বাংলা ছবির মুক্তির তালিকায় রয়েছে বনি-কৌশানীর 'গার্লফ্রেন্ড'। বনি-কৌশানীর এই ছবির টাইটেল ট্র্যাক জনপ্রিয় হয়েছিল মুক্তির সময়েই। এবার প্লে লিস্টে জায়গা পেল সেই ছবিরই আরও একটা গান 'আলতো ছোঁয়া'। রোমান্টিক কমেডি এই ছবির পরিচালক রাজা চন্দ।
Advertisment
ছবিতে বনির নাম উত্তম তো কৌশানীর নাম সুচিত্রা। বনি সেনগুপ্তর চরিত্র নিয়ে জানতে চাইলে অভিনেতা বললেন, ''আমার চরিত্রটা 'ক্যাওড়া', বাবা লোকের গাড়ি থেকে পেট্রোল চুরি করে বিক্রি করে, সেই রকম বাড়ির ছেলে উত্তম। তার প্রেম হয় সম্পূর্ণ বিপরীত এক মেয়ের সঙ্গে। কিন্তু ছেলেটার মন ভাল''। গার্লফ্রেন্ডে বনির প্রেমিকার ভূমিকায় দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে এত রেসপন্স দেখে স্বভাবতই খুশি অভিনেতা। বললেন, ''আলতো ছোঁয়া ইতিমধ্যেই হিট। আসলে গানগুলো অন্যরকম, পুরোনো দিনের একটা ফ্লেভার রয়েছে। গার্লফ্রেন্ড রূপমদার গলায় তো প্রথম দিনেই জনপ্রিয় হয়ে গিয়েছিল''।
কিন্তু পুজোয় এতগুলো ছবির ভিড়ে কি মুক্তি পেতে পারে গার্লফ্রেন্ড? বনির কথায়, ''রানে দা এলে কথা বলব। যদি কিছুটা আগে, মানে সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটা রিলিজ করা যায়। এটা কিন্তু ভয়ের জন্য নয়, সিনেমার বেটারমেন্টের জন্য ভাবা। তাহলে প্রত্যেকটা ছবিই ঠিকঠাক হল পায় আর দর্শকও কনফিউজ হয়ে যায় না''।
রিলিজের দিনক্ষণ এখনই জানা নেই তবে প্রচারে থেমে নেই টিম গার্লফ্রেন্ড। অন্যভাবে প্রচারের ময়দানে নেমেছেন তারা। বনি-কৌশানী, তাদের খুনসুটি থেকে লড়াই সবটা নিয়ে কথা বললেন একটি সাক্ষাৎকারে। এমনকি বনির গার্লফ্রন্ডের সংখ্যা আর কৌশানীর মোবাইলের পাসওর্য়াডও জানা গেল সেখান থেকেই। ভাবুন কান্ড।