পূজোয় রিলিজ করবে তিন তিনটে ছবি। শাস্ত্রী, টেক্কা এবং বহুরূপী। তার আগে কলকাতার সিনেমা হলের হাল হকিকত ফিরছে। যে সিনেমা হলে একসময় শুধু বিদেশি ছবি চলত সেই প্রেক্ষাপটে এবার বাংলা ছবিও দেখা যাবে। অর্থাৎ? গ্লোব সিনেমায় বাংলা ছবি। আর এই নিদারুণ পদক্ষেপ নিয়েছেন পরিবেশক শতদ্বীপ সাহা। দীর্ঘ ২০ বছর পর গ্লোব ফিরল নতুন সাজে।
লিন্ডসে স্ট্রিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, গ্লোব এখন একটি দুই-স্ক্রীন মাল্টিপ্লেক্স (ডুয়াল-প্লেক্স) যেখানে অত্যাধুনিক সুবিধা রয়েছে, যেখানে বসার ক্ষমতা যথাক্রমে ২৩৯ এবং ১৯৭ জন।
রবিবার সকালে সেখানে দেখা গিয়েছিল দেব সৃজিত মুখোপাধ্যায় এবং শতদ্বীপকে। দেব এবং সৃজিতের হাত ধরে নতুন উদ্বোধন হয়। তারপরে ফের একবার নিজেদের ছবির টিকিট বিক্রি করতে লেগে পরেন অভিনেত এবং পরিচালক। বর্তমানে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলের সংখ্যা কিন্তু একদম কম। খোলার মত প্রতিশ্রুতি দিয়েছে শতদ্বীপ এবং তার বাবা রতন সাহা। তারা জানিয়েছেন পরবর্তীতে এরকম আরো ১০০ টি প্রেক্ষাগৃহ খুলবেন।
রতন সাহার কথায়, সামনের দিনে ১০০ টি প্রেক্ষাগৃহ খুলতে চাই। উত্তর কলকাতাতে বন্ধ একাধিক প্রেক্ষাগৃহ। এর মধ্যে মিত্রা, দর্পণা, রূপবানী সিনেমা হল ভেঙ্গে শপিংমল হয়ে গেছে ফলে সেখানে আর কিছু করা সম্ভব নয়। কিন্তু তিনি এও জানান যে আগামী দিনে তিনি ইলোরা প্রেক্ষাগৃহও পুনরায় খুলবেন।
গোটা শহর কলকাতা জুড়ে এখন শুধু এসবিএফ আইনক্স কিংবা PVR, কিন্তু শতদ্বীপ জানিয়েছেন তিনি প্রেক্ষাপটেও খুলতে পারেন। সহজ সোজা ভাষায় এটুকুই জানান যে বাংলা ছবির পাশে আছি বললেই হবে না, বরং কাজে করে দেখাতে হবে। নিজের অনুভূতিকে কাজে লাগিয়ে তিনি পুজোর আগে গ্লোব সিনেমা খুলেছেন। চেষ্টা করবেন দীপাবলির আগে আরেকটি প্রেক্ষাপটে উদ্বোধন করার।
কোন কোন সিনেমা দেখানো হবে গ্লোব সিনেমা হলে?
শতদ্বীপ জানিয়েছেন, টেক্কা, শাস্ত্রী, বহুরূপী, তুমবাদ, স্ত্রী ২ এর মতো ছবি লাইন আপ রয়েছে গ্লোবের প্রদশর্নীতে।