/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/Parno.jpg)
ভোটের দিন বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের সম্মুখীন বিজেপিপ্রার্থী পার্ণো মিত্র (Parno Mittra)। পদ্ম শিবিরের তারকাপ্রার্থীকে ঘিরে উঠল 'গো ব্যাক' স্লোগানও। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হতে হয় পার্ণোকে। এদিকে পাল্টা তৃণমূলের (TMC) অভিযোগ, বিজেপির (BJP) তারকা প্রার্থী বহিরাগত লোক-লস্কর নিয়ে বুথ পরিদর্শন করার সময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের উপর ব্যাপক লাঠিচার্জের অভিযোগও উঠল পুলিশের বিরুদ্ধে।
বরানগর (Baranagar) বিধানসভা কেন্দ্রের আলমবাজারে (Alambazar) পার্ণো মিত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। বিক্ষোভও দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রসঙ্গত, বুধবার শেষদিনের প্রচারে ঠিক এলাকাতেই পার্ণোর মিছিলে তৃণমূল-বিজেপি সংঘর্ষের অভিযোগ উঠেছিল। যার জেরে পুলিশের দ্বারস্থও হন তারকাপ্রার্থী। এবার সেই আলমবাজারে বুথ পরিদর্শনে গিয়েই বিক্ষোভের সম্মুখীন বিজেপিপ্রার্থী।
উল্লেখ্য, বিক্ষোভের মুখে পড়েই পদ্মপ্রার্থী সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা পুলিশ কর্তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপর অভিযোগ কানে আসা মাত্রই তড়িঘড়ি ময়দানে নামে পুলিশ। বিক্ষোভকারীদের হঠাতে লাঠি উঁচিয়ে তাড়াও করা হয় পুলিশের তরফে। কিন্তু বুথ পরিদর্শনে গিয়ে হঠাৎ কেন বিক্ষোভের মুখে পড়লেন গেরুয়া শিবিরের তারকা প্রার্থী? রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের অভিযোগ, পার্নো মিত্র বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বুথে। যদিও তৃণমূলের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
প্রসঙ্গত, শনিবার রাজ্যের পঞ্চম দফা ভোটে (West Bengal Assembly Election 2021 5th Phase) ৬ জেলার ৪৫ আসনে ভোটগ্রহণ চলছে। উল্লেখ্য এই ৪৫ আসনের মধ্যে রাজ্য-রাজনীতি অথবা বিনোদনজগতের চেনা মুখে এগিয়ে রয়েছে তৃণমূল। সংশ্লিষ্ট দফায় পদ্ম শিবিরের তারকা মুখ বলতে শুধু পার্ণো মিত্র। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন অভিনেত্রী। গত লোকসভা ভোটের সময়ে গেরুয়া মন্ত্রে দীক্ষিত হলেও প্রথমবারের নির্বাচনী প্রার্থী তিনি। উপরন্তু প্রতিপক্ষও হেভিওয়েট। তৃণমূলের হয়ে লড়ছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা ডাকসাইটে নেতা তাপস রায়। অতঃপর বরানগরের পিচে আজ পার্ণোর অগ্নিপরীক্ষা। তাই সকাল সকালই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। তার মাঝেই আলমবাজারে বিক্ষোভের সম্মুখীন হলেন পার্ণো মিত্র।
তাপস রায় বনাম পার্ণো মিত্রর ভোট-রণক্ষেত্রে বরানগরে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে ২মের নির্বাচনী মার্কসিটেই।