রাখী নামে সাড়া দেবেন না। তিনি শিরোনামে থাকতে ভালবাসেন। চিরকালই, তাঁকে ঘিরে বিতর্ক। কখনও তাঁর বিয়ে, আবার কখনও তাঁর আচরণ, রাখি সাওয়ান্তকে নিয়ে নিত্য নতুন ঝামেলা। এবার তাঁর কর্মকাণ্ডে রেগে আগুন ইসলাম ধর্মাবলম্বী গওহর খান।
দুজনেই অভিনেত্রী। কিন্তু, রাখি জন্মসূত্রে হিন্দু। তাঁর প্রাক্তন স্বামী আদিল খানকে বিয়ে করার পরই তাঁকে মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যায়। যদিও, তখন তিনি বলেছিলেন, ইসলাম গ্রহণ করতে কেউ তাঁকে জোর করেননি। বরং, এখন তিনি সম্পূর্ন ঘটনা অস্বীকার করেছেন। মিডিয়ার সামনে দাবি করেছেন যে তাঁকে জোর করে ইসলাম কবুল করতে বলা হয়েছে। তারপরও, থামাথামির বিষয় নেই। কেন? মক্কা মদিনায় হজ করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই হাহাকার! আর্তনাদ...
রাখি কাবা শরীফের সামনে দাঁড়িয়েই একটি ভিডিও পোস্ট করেন। যাতে তিনি নিজের এহেন অবস্থার কথা উল্লেখ করেন। মক্কা থেকে ফিরতেই তাঁর পোশাকে বদল, আচরণ ব্যবহারে বদল। নিজেকে রাখি নয় বরং ফাতিমা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। পরপুরুষের থেকে দূরে থাকছেন। তাদের ছোঁয়াও সহ্য হচ্ছে না। এবার তাঁকে একহাত নিলেন গওহর খান। তিনি রাখির নাম উল্লেখ না করেই লিখলেন...
আরও পড়ুন - প্রধান শুটিংয়ের মাঝে শরীর খারাপ, রক্ত পরীক্ষা করানো হয়েছে দেবের
"কিছু মানুষ ইসলামকে নিয়ে ছেলেখেলা করছে। মক্কার মত পবিত্র তীর্থস্থানকে রীতিমতো হাস্যকর নাটুকে আখড়ায় পরিণত করেছে। আমি ভাবি, যারা কেবলমাত্র এই প্রচারের আলোয় আসতে চায় তাঁরা সেখানে কী ভাবে সেখানে যাওয়ার অনুমতি পায়! এক মুহূর্তে এরা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, পরমুহূর্তে বলছে আমাকে জোর করা হয়েছে। যত সব বেকার কান্ড।"
এখানেই শেষ হয়নি। গওহর আরও বেশ একহাত নিয়েছেন তাঁকে। যেমন, ভারত এবং সৌদি আরবের ইসলাম কমিউনিটির তরফে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেকথা বলেছেন তিনি। রাখিকে নিয়ে বিস্ফোরক তিনি...বলছেন, "অদ্ভুত হিজাব পোশাক পড়লে মুসলিম হওয়া যায় না। আল্লাহর প্রতি ভালবাসাই মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়।"