Gold movie cast: অক্ষয় কুমার, অমিত সাধ, ভিনীত কুমার সিং, সানি কৌশল, কুণাল কাপুর, মৌনি রায়।
Gold movie director: রীমা কাগতি
Gold movie ratings: ৩/৫
বলিউডের সাধারণ নিয়ম যেখানে সত্য ঘটনার ওপরে গল্প তৈরি করা সেখানে গোল্ড অনেক বেশি কল্প নির্ভর। দুশো বছরের পরাধীনতা থেকে সবে মুক্তি পেয়েছে ভারত। আর সেই সঙ্গেই পেয়েছে ১৯৪৮ এর অলিম্পিক, যেখানে প্রধান প্রতিপক্ষ ব্রিটেন। কীভাবে সেই দেশের বিরুদ্ধে খেলল দেশের ছেলেরা, কীভাবেই বা উদ্বুদ্ধ হল অলিম্পিকে অংশ নেওয়ার জন্য, সেই সবটা নিয়েই 'গোল্ড'। যার বেশীরভাগটাই সাজানো।
এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না যে যদি তোমার কাছে কোন বড় তারকা থাকে তাঁকে ব্যবহার করার সমস্ত চেষ্টা করবে টিম। এখানেও সেই একই ফর্মুলাই নিয়েছেন পরিচালক। রীমা কাগতি তাঁর ছবির সমস্ত রকম কাজ একদম ঠিকঠাক করে করে থাকেন, সে তাতে নুন্যতম বেদনার জায়গা থাকুক আর না থাকুক। এই ছবি আপনার দেশপ্রেমকে উদ্বুদ্ধ করবে, আপনি আবেগঘন হবেন দেশের জন্য। ছবিতে তপন দাসের ভূমিকায় আক্কি, যিনি নিজের সারাটা জীবন হকিকে উৎসর্গ করেছেন। যিনি খুব কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব বুঝেছেন, ব্রিটিশ ইন্ডিয়ার কাছে থেকে স্বাধীন ভারত বলার অধিকার ছিনিয়ে নেওয়ার স্বাদ জানেন। বাঙালি তপন বাবু আর তাঁর স্ত্রী মনোবিনার মগজাস্ত্রে ভারতীয় হকি টিম অলিম্পিকে পৌঁছনর সাহস পেয়েছে।
ছবি বেশ ভালভাবেই দৃশ্যায়িত, সমস্ত ওঠাপড়া রয়েছে। আছে শেষ মুহূর্তের টেনশনের পর সবটা ঠিক হয়ে যাওয়ার শান্তি। তবে ছবির গতি ধরে রেখেছে কিন্তু অপেক্ষাকৃত তরুণরাই। ডেবিউটান্ট হিসাবে সানি কৌশল বেশ ভাল। এরকম নয় যে খিলাড়ি তাঁর পুরোটা দেননি। তিনি তাঁর রোলের মধ্যে অনেকটা ঢুকে ছিলেন। দুঃখ হলে তাঁর বহিঃপ্রকাশ করেছেন, স্ত্রীয়ের কাছে বোকা বোকাভাবে ধরাও দিয়েছেন কিছু চিরাচরিত শটে। মদ খেয়ে মাতাল হয়ে নিজেকে খেলার আকর্ষণ থেকে দূরে রাখার আপ্রান চেষ্টা করেছেন। সবই ঠিক আছে, তবে এগুলো করতেই বড্ড বেশি সময় চলে গেছে। খেলা এবং খেলোয়াড়দের ওপর থেকে মনোযোগ সরে গিয়েছে।
আরও পড়ুন, নন্দিতা-নওয়াজের মান্টো ট্রেলারেই চ্যালেঞ্জ ছুড়ে দিল
কিছু অতিরিক্ত গান ও নাচ ছবিটার গতি শ্লথ করেছে। আর একটু কম অক্ষয়, আর একটু বেশি গান হলেই 'গোল্ড' আমাদের কাছে বিনোদনের পরিবর্তে শাস্তি হয়ে যেত। তবে সব কিছুকে সরিয়ে 'গোল্ড' দেখা যায় শুধুমাত্র ছবির হিউমারের জন্য। এবং জাতীয় পতাকা ওড়ার সঙ্গে সঙ্গে আপনি আবেগতাড়িত হতে বাধ্য।