/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/gold-759.jpeg)
গোল্ড ছবিতে রয়েছেন অক্ষয়-মৌনী
Gold trailer release date: স্বাধীনতা দিবস আসছে মানেই খিলাড়ির ছবি আসবে এটা এখন ওই অলিখিত সত্যের মতো খানিকটা। তাই 'প্যাডম্যানের' সাফল্যের পর অক্ষয় কুমার ফিরেছেন স্বদেশপ্রেমে। স্বাধীনতার আগে ভারতীয় হকি দলের কোচের ভূমিকায় অভিনেতা। এদিন প্রকাশিত হল অক্ষয় কুমারের ছবি 'গোল্ডের' ট্রেলার। দু মিনিটের এই ঝলকে দেখা মিলল অক্ষয় কুমার, মৌনি রায়, ভিনীত কুমার সিং, অমিত সাধ, কুনাল কাপুর এবং সানি কুশলের।
'গোল্ড, ব্রিটিশ ইন্ডিয়া' ভয়েস ওভারে শুরু হয় ট্রেলার। ব্রিটিশ পতাকা হাতে ইনটেন্স লুকে অক্ষয় কুমার। পুরো ট্রেলারটিই স্বাধীনতা এবং খেলার নিরিখে তৈরি। ট্রেলারে বাংলা সংলাপ বলতে শোনা যাবে মৌনি রায়কে। ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় 'নাগিন' স্টার মৌনি। এরপর আস্তে আস্তে ট্রেলার পরিচিত করায় কুনাল কাপুর, অমিত সাধদের সঙ্গে।
আরও পড়ুন, আইনি নোটিস পেলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা
'গোল্ড' ছবিতে হকি কোচ তপন দাসের ভূমিকায় আক্কি। যাঁর স্বপ্ন স্বাধীন ভারতকে তিনি নিয়ে যাবেন অলিম্পিকে। জেতাবেন সোনা। ব্রিটিশ পতাকার নিচে ব্রিটিশ ইন্ডিয়া বলে নয়, ভারতের পতাকার তলায় সোনার মেডেল হাতে দাঁড়াবে তাঁর হকি টিম। ছবির পরিচালক রীমা কাগতি, যিনি এর আগে 'হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড' এবং 'তলাশ' ছবির পরিচালনা করছেন। স্বাধীনতা দিবস, অর্থাৎ ১৫ অগাস্ট, মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, সেইদিনই ১৯৪৮ এর অলিম্পিকে ভারতের প্রথম সোনা জেতার ৭০ বছর পূর্তি।