scorecardresearch

ভারতকে জেতালো RRR, রাজামৌলির পিঠ চাপড়ে ‘বিরাট নম্বর’ দিলেন মোদী

Golden Globes-এ বাজিমাত RRR-এর। উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও।

Golden Globes 2023 live updates, Golden Globes 2023, RRR, 80th Golden Globes, SS rajamouli, Ram Charan, Jr NTR, RRR Golden Globes 2023, RRR awards, PM Narendra Modi, Amitabh bachchan, RRR for oscars, Best Original Song Naatu Naatu, Naatu Naatu Best Original Song, Besi Non ENglish Language film, 80th Golden Globe Awards, Shah Rukh Khan, Alia Bhatt, AR Rahman, নরেন্দ্র মোদী, আরআরআর, রাজামৌলী, গোল্ডেন গ্লোবস, রামচরণ, জুনিয়র এনটিআর, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, এআর রহমান
RRR টিমকে শুভেচ্ছা জানালেন মোদী

বিদেশের মাটিতে ভারতের জয়জয়কার। ২০২৩ সালের Golden Globes-এর মঞ্চে দেশকে পুরস্কার এনে দিল RRR সিনেমার ‘নাটু নাটু’ গান। আর ভারতের এমন জয়ে গোটা দেশের বিনোদন ইন্ডাস্ট্রি তো উচ্ছ্বসিত বটেই, পাশাপাশি পরিচালক এসএস রাজামৌলিকে বড়সড় সার্টিফিকেট দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এর সেরা অরিজিনাল সং বিভাগে পুরস্কার পেল RRR ছবির ‘নাটু নাটু’ গান। খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউড, টলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা উচ্ছ্বসিত। এবার রাজামৌলির পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী। টুইট বার্তায় গোটা RRR টিমকে শুভেচ্ছা জানালেন মোদী। লিখলেন, “দারুণ একটা জয়লাভ। এই সম্মানীয় জয় গোটা দেশকে গর্বিত করল।” শুধু তাই নয়, টিমের প্রত্যেকের নাম করে শুভচ্ছা জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে RRR-এর সঙ্গীত পরিচালক এমএম কারবাণী, প্রেম রক্ষিত, কলা ভৈরব, চন্দ্র বোস, রাহুল সিপলিগঞ্জকে। প্রশংসা করলেন রাজামৌলী, রামচরণেরও।

উল্লেখ্য, গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড-এ গানের পাশাপাশি সেরা বিদেশি ভাষার সিনেমা বিভাগেও মনোনীত হয়েছিল RRR। তবে আর্জেন্টিনার ছবি আর্জেন্টিনা ১৯৮৫ ছবির জন্য এই পুরস্কার অধরাই হয়ে গিয়েছে রাজামৌলির। কিন্তু তার জন্য মনখারাপ না করে বরং প্রতিপক্ষ টিমকে দার্ড়িয়ে কুর্নিশ জানান দুই RRR তারকা রামচরণ ও জুনিয়র এনটিআর। ভারতীয় অভিনেতার এমন আচরণে আপ্লুত পশ্চিমী বিনোদুনিয়া। এদিকে সিনিয়র বচ্চনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

[আরও পড়ুন: গোল্ডেন গ্লোবস পেল RRR, আনন্দে ‘নাটু নাটু’ গানে নাচছেন শাহরুখ-আলিয়া, রহমানরা]

এমন ঐতিহাসিক জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে গোল্ডেন গ্লোবস হাতে নিয়ে RRR ছবির সঙ্গীত পরিচালক কারবাণী বলেন, “এই পুরস্কার আমার ভাই রাজামৌলির জন্য। আর হ্যাঁ, অবশ্যই এই গানে এনার্জি নিয়ে নাচার জন্য রামচরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।” উল্লেখ্য, গোল্ডেল গ্লোবস দৌঁড়ের পর এবার অস্কার দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে গোটা RRR টিম। বলা যায় না, এই সিনেমাই হয়তো ভারতকে এনে দিতে পারে অ্যাকাডেমি পুরস্কার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Golden globes 2023 pm narendra modi congratulates rrr team s s rajamouli