New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/good-night.jpg)
টিজারের একটি অংশ
মুক্তি পেল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি গুড নাইট সিটি ছবির টিজার৷ প্রায় দেড় মিনিটের এই টিজারটি দেখলে শুরুতে থ্রিলার বলে মনে হবে। তবে পুরো টিজারটি দেখলে ছবি সম্পর্কে একটা আঁচ পাওয়া যাবে।
Advertisment
ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। পাশাপাশি ছবির নামেই স্পষ্ট যে, রাতের শহরের প্রেক্ষাপট নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক ৷ তিনটি প্রধান চরিত্র নিয়ে গড়া এই ছবির কাহিনি। ছবিতে সাইকিয়াট্রিস্টের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে৷ মানসিক ভারসাম্যহীন একটি চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী৷ এ ছাড়াও এই ছবিতে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ ও কৌশিক করের মতো অভিনেতারা। কমলেশ্বর মুখোপাধ্য়ায় পরিচালিত আমাজন অভিযান ইতিমধ্যেই দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। ভিন্ন ধরনের এ ছবিটি মুক্তি পাবে এ বছরের শেষের দিকে।