নিজের মানুষ হতে কি 'গোত্র' প্রয়োজন, প্রশ্ন মুক্তিদেবীর
গোবিন্দর পুজো, ঋতম, ঝুমা এদের নিয়ে দিব্যি বাস মুক্তি দেবীর। আরও একজন রয়েছে এই ছবিতে তিনি তারেক আলি। কিন্তু এই স্বাধীনতা প্রিয়, মুক্ত মানসিকতা ও সংস্কৃতিসম্পন্ন এই মহিলাই প্রশ্ন তুলেছে 'গোত্র' কী?
বাড়ির সঙ্গে পরিচয় করালেন মুক্তিদেবী। একমাত্র ছেলে অনির্বাণ বাইরে থাকে। গোবিন্দর পুজো, ঋতম, ঝুমা এদের নিয়ে দিব্যি বাস মুক্তি দেবীর। আরও একজন রয়েছে এই ছবিতে তিনি তারেক আলি। মুক্তি দেবীর রাগ তার উপর "বুড়ো ভাম জুটেছে"। কিন্তু স্বাধীনতা প্রিয়, মুক্ত মানসিকতা ও সংস্কৃতিসম্পন্ন এই মহিলাই প্রশ্ন তুলেছে 'গোত্র' কী?
Advertisment
প্রকাশ্যে এল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরবর্তী ছবি ‘গোত্র’-র টিজার। দেশে রক্তারক্তি, বিদ্বেষ, হানাহানিতে বিপন্ন মানবজাতি। জাতি-ধর্মের বাইরে বেরোতে পারছে না মানুষ। সাম্প্রদায়িকতার জাঁতাকলে বলি হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু মানুষের প্রকৃত ধর্ম কী? তাদের আদেও কি কোনও ‘গোত্র’ রয়েছে? এই সহজ প্রশ্নটাই আরও একবার দর্শককে মনে করিয়ে দিতে চেয়েছেন শিবপ্রসাদ ও নন্দিতা।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই পারিবারিক ছোঁয়ার সঙ্গে সঙ্গে থাকবে সামাজিক বিষয়। ‘গোত্র’র দৃষ্টিভঙ্গিও সেইকরম। সাম্প্রদায়িকতা বিভিন্নভাবে ব্যাখ্যা হচ্ছে এ যাবৎ। দর্শক আশা করেছিল ‘বেলাশুরু’ নিয়ে পর্দায় ফিরবে পরিচালক জুটি কিন্তু তা হল না।
সাধারণত বছরে একটাই ছবি তৈরি করেন শিবু-নন্দিতা। কিন্তু এবছরটা ভিন্ন। দু’টো ছবি মুক্তি পেতে চলেছে তাঁদের পরিচালনায়। ‘কণ্ঠ’র পর সামাজিক ব্যাধিকে অর্থাৎ জাত-পাতের নিরিখে রাজনীতি থেকে ধর্ম-শিক্ষা ‘গোত্র’র মূল বিষয়। ছবিতে অভিনয় করতে চলেছেন মানালি ঘোষ, সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, টোটা রায়চৌধুরি এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। আর এই বছর জন্মাষ্টমীতে অর্থাৎ অগাস্টে মুক্তি পাবে ‘গোত্র’।