কলকাতা শহর কি আর আগের মতো আছে? বৃদ্ধ মানুষরা আদেও নিরাপদে রয়েছেন? বোধহয় না। আর প্রমোটারি রাজ? এই সব প্রশ্ন উসকে দিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
কৃষ্ণের জন্মদিনের আর কতদিন বাকি? প্রায় একমাস। গোবিন্দ ধামে তোড়জোড় শুরু। আসলে নাম গোত্র ভুলে কিছু মানুষ উদযাপনে মাতার প্রস্তুতি চালাচ্ছে। কিন্তু কলকাতা শহর কি আর আগের মতো আছে? বৃদ্ধ মানুষরা আদেও নিরাপদে রয়েছেন? বোধহয় না। আর প্রমোটারি রাজ? এই সব প্রশ্ন উসকে দিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'গোত্র'-র ট্রেলার।
Advertisment
শিবপ্রসাদ-নন্দিতা মানেই ব্যকরণের বাইরে। এই পরিচালক জুটিই বারবার সামনে এনেছেন নতুন নতুন সমীকরণ। এবারেও সেই চমক অব্যাহত রেখেই তৈরি করছেন ‘গোত্র’। আর এই ছবির মাধ্যমেই আত্মপ্রকাশ হল নাইজেল-মানালি জুটির। শুক্রবার নন্দনে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিলেন 'গোত্র'-র কলাকুশলীসহ পরিচালকদ্বয়।
শিবপ্রসাদ-নন্দিতার ছবি মানেই পারিবারিক ছোঁয়ার সঙ্গে সঙ্গে থাকবে সামাজিক বিষয়। ‘গোত্র’র দৃষ্টিভঙ্গিও সেইকরম। সাম্প্রদায়িকতা বিভিন্নভাবে ব্যাখ্যা হচ্ছে এ যাবৎ। দর্শক আশা করেছিল ‘বেলাশুরু’ নিয়ে পর্দায় ফিরবে পরিচালক জুটি কিন্তু তা হল না।
ছবিতে মানালি ঘোষ এবং নাইজেল ছাড়াও অভিনয়ে দেখা যাবে সাহেব ভট্টাচার্য, অনসূয়া মজুমদার, টোটা রায়চৌধুরি এবং খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। খরাজকে এই ছবিতে দেখা যাবে প্রমোটারের ভূমিকায়। খরাজই হিন্দু-মুসলিমের বিদ্বেষের প্রশ্ন তুলে বিবাদ বাধানোর চেষ্টা করেছেন ছবিতে। এই বছর জন্মাষ্টমীতে অর্থাৎ অগাস্টে মুক্তি পাবে ‘গোত্র’।