Advertisment

Govindaa Health Updates: শেষ ২৪ ঘণ্টা ICU তেই কেটেছে, গুলিবিদ্ধ গোবিন্দার শরীরের আপডেট দিলেন অভিনেতার মেয়ে...

Govinda health update: অভিনেতার স্ত্রী ছিলেন না শহরে। খবর পেয়ে তিনি ফিরেছেন। সোজা গিয়েছিলেন হাসপাতালে। কিন্তু, শেষ ২৪ ঘন্টার পর কেমন আছেন তিনি? জানালেন মেয়ে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govinda1

এখন কেমন আছেন অভিনেতা?

  
Govindaa Shot Himself: গতকাল গোবিন্দা যে কান্ড ঘটিয়েছেন, তারপর থেকে তিনি আলোচনায় রয়েছেন। শহরে আসার কথা ছিল তাঁর। এর আগেই খবর আসে ভোরবেলা নাকি নিজের অসাবধানতার কারণেই গুলি লেগে যায় তাঁর।

Advertisment

প্রশ্ন উঠছে অনেক। কলকাতায় আসার আগে তিনি অত ভোরে বন্দুক নিয়ে কী করছিলেন যে নিজের পায়ে নিজেই গুলি চালিয়ে দেন তিনি? এই নিয়েই প্রশ্ন করা হয়েছে পুলিশি তরফে। তদন্ত শুরু করা হয়েছে, কিন্তু এখনও সদুত্তর মেলেনি। ৬০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে এই ঘটনা ঘটে সকাল ৪:৪৫ নাগাদ।

সূত্র বলছে, কোনও জরুরি কাজে তিনি বেরোতে যাওয়ার আগেই লাইসেন্স যুক্ত বন্দুকটির ট্রিগার ভুল করে টেনে ফেলেন। জানা যাচ্ছে, ক্যাবার্ড বন্ধ করতে যাচ্ছিলেন, তখনই ঘটে এই অঘটন।

এখন কেমন আছেন অভিনেতা?

পুলিশ তাঁর পরিবারের সঙ্গে নানা সময় নানা প্রশ্নোত্তর চালিয়ে যাচ্ছে। তবে, তাঁর স্ত্রী সুনিতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার সময় মুম্বইয়ে ছিলেন না। খবর পেয়েই দৌড়ে আসেন তিনি। সোজা তিনি হাসপাতালে গিয়েছিলেন। তাঁর মারফত খবর, অভিনেতা এখন অনেকটাই সুস্থ আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

গোবিন্দার পরিবারের তরফে কমেডিয়ান ক্রুশনা অভিষেক, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন, তিনিও জানিয়েছেন অভিনেতা এখন অনেকটা সুস্থ রয়েছেন। এবং তাঁর মেয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, যে বর্তমানে তিনি বাবার সঙ্গে আইসিইউতে রয়েছেন। তাই বেশি কথা বলতে পারবেন না। কিন্তু, বাবা এখন ভাল আছেন। শেষ ২৪ ঘন্টা, তিনি আইসিইউতে রয়েছেন। তবে, তিনি এও জানিয়েছেন ডাক্তাররা ঠিক করবেন, যে বাবা আর সেখানে থাকবেন কিনা। তাঁর অবস্থা মনিটর করা হচ্ছে, তাই ভাবনা চিন্তার দরকার নেই।

bollywood Govinda Bollywood Actor
Advertisment