Govinda-Sunita Divorce: বাবা দেশে নেই, গোবিন্দা-সুনীতার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে বড় খবর দিলেন মেয়ে টিনা

মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে করা এক ভ্লগে সুনীতা আবেগপ্রবণ হয়ে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে ইঙ্গিত দেন। একজন পুরোহিতের সঙ্গে আলাপের সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “পরিস্থিতি যেমনই হোক না কেন, কেউ যদি আমার পরিবার ভাঙতে চায়, মা তাকে ক্ষমা করবেন না।”

মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে করা এক ভ্লগে সুনীতা আবেগপ্রবণ হয়ে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে ইঙ্গিত দেন। একজন পুরোহিতের সঙ্গে আলাপের সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “পরিস্থিতি যেমনই হোক না কেন, কেউ যদি আমার পরিবার ভাঙতে চায়, মা তাকে ক্ষমা করবেন না।”

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tina ahuja-govindaa

বাবা-মাকে নিয়ে যা বললেন টিনা... Photograph: (Instagram)

অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা আবারও সামনে আসার কয়েক দিন পর, দম্পতির মেয়ে টিনা আহুজা এ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে টিনা জানান, তিনি “একটি সুন্দর পরিবার পেয়ে নিজেকে ধন্য মনে করেন”। ভক্তদের অবিরাম ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, সুনীতা ব্যভিচার, নিষ্ঠুরতা ও পরিত্যাগের অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন।

Advertisment

তবে বাবা-মায়ের বিচ্ছেদ সংক্রান্ত সব দাবি স্পষ্টভাবে অস্বীকার করে টিনা হিন্দুস্তান টাইমসকে বলেন, “এসবই নিছক গুজব।” বারবার এমন সংবাদ সামনে এলে, কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন, “আমি এসব কথায় কান দিই না।”

টিনা আরও জানান, তাঁর বাবা-মা এ ধরনের জল্পনা নিয়ে কীভাবে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “আমি আর কী বলব? বাবা তো দেশেও নেই।” তাঁর কথায়, “আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার একটি সুন্দর পরিবার রয়েছে। মিডিয়া, ভক্ত ও প্রিয়জনদের কাছ থেকে যে উদ্বেগ ও ভালোবাসা পাচ্ছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”

Advertisment

Kantaara Actor dies: সোমের সকালেই দুঃসংবাদ! প্রয়াত 'কান্তারা' অভিনেতা ...

সুনীতার বিবাহবিচ্ছেদের আবেদনের খবর প্রকাশের কয়েক ঘণ্টা পরই মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় গোবিন্দাকে। তিনি সাদা পোশাকে ছিলেন এবং পাপারাজ্জিদের উদ্দেশে হাসি মুখে পোজ দেন। হাউটারফ্লাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুনীতা ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ১৩ (১) (i), (ia), এবং (ib) ধারার অধীনে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন, যেখানে ৩৮ বছরের দাম্পত্য জীবনের ভাঙনের কারণ হিসেবে ব্যভিচার, নিষ্ঠুরতা ও পরিত্যাগের অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, আদালত ২৫ মে গোবিন্দাকে তলব করেছিল। এবং ব্যক্তিগতভাবে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

এর আগে, মুম্বাইয়ের মহালক্ষ্মী মন্দিরে করা এক ভ্লগে সুনীতা আবেগপ্রবণ হয়ে বিবাহিত জীবনের সমস্যা নিয়ে ইঙ্গিত দেন। একজন পুরোহিতের সঙ্গে আলাপের সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, “পরিস্থিতি যেমনই হোক না কেন, কেউ যদি আমার পরিবার ভাঙতে চায়, মা তাকে ক্ষমা করবেন না।” ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোবিন্দার টিম জানায়, সুনীতা ছয় মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন, তবে পরে দম্পতির মধ্যে পুনর্মিলন ঘটেছে।

Govinda Entertainment News Entertainment News Today