Govinda: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদচর্চার মাঝেই দুঃসংবাদ, প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা

Govinda secretary Death: স্ত্রী সুনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার মাঝেই কাছের মানুষকে হারালেন গোবিন্দা। শেষকৃত্যে চোখে জল অভিনেতার।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
govinda

প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা

Govinda Secretary Death News: সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদ জল্পনা নিয়ে চর্চায় ছিলেন গোবিন্দা। যদিও তারকা পত্নী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন তাঁরা সুখী দাম্পত্যে রয়েছেন। শুধু তাই নয়, একটি অনুষ্ঠানে কেক কেটে গোবিন্দাকে খাওয়ানোর আগে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে উষ্ণ ছোঁয়া দিয়েছেন। আগামী ১১ মার্চ গোবিন্দা-সুনীতার বিবাহবার্ষিকী। তার আগে পরিবার শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন গোবিন্দা। ৬ মার্চ শুক্রবার বিকেল চারটে নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতার প্রাক্তন সেক্রেটারি শশী প্রভু। 

Advertisment

হৃদরোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শশী। সকাল ১০ টা নাগাদ তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা। শশীর সঙ্গে গোবিন্দার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। চোখের জলে বন্ধুকে বিদায় জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটু ভিডিও ভাইরাল। যেখানে চোখের জল মুছছেন গোবিন্দা। খবরল পেয়েই শশীর বাড়িতে ছুটে গিয়েছিলেন। প্রাক্তন সেক্রেটারির পরিবারের কঠিন সময়ে পাশে রয়েছেন গোবিন্দা। 

Advertisment

অভিনেতার বর্তমান সেক্রেটারি শশী সিনহা ETimes-কে প্রাক্তন সেক্রেটারির সঙ্গে গোবিন্দার বন্ডিংয়ের গল্প বলেন, 'ওঁরা ছোটবেলার বন্ধু। ভীষণ ভাল সম্পর্ক ছিল দুজনের। গোবিন্দার সঙ্গে কাজও করেছেন। আমার সঙ্গে অনেকটা পরে পরিচয় হয়। গোবিন্দার কেরিয়ারের শুরুতে দিকের লড়াইয়ের সঙ্গী ছিলেন। ওঁরা একে অপরকে ভাই বলেই মানতেন। শেষ দিন পর্যন্ত দুজনের সম্পর্কটা এমনই ছিল।' 

সোশ্যাল মিডিয়াতে গোবিন্দার ভক্তরাও প্রাক্তন সেক্রেটারির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। সেই সঙ্গে দুজনের পুরনো ছবি শেয়ার করে ভক্তরা অভিনেতাকেও সান্ত্বনা দিয়েছেন। দীর্ঘ ছয় দশকের কেরিয়ারে অনেক উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন গোবিন্দা। প্রতিটি মুহূর্তে একজন বন্ধু-ভাইয়ের মতো পাশে থেকেছেন শশী। তাই কাছের মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ গোবিন্দা। 

bollywood movie Govinda Bollywood News Bollywood Actor