Govinda Secretary Death: নাম বিভ্রাটের জের! প্রাক্তন সেক্রেটারির মৃত্যুতে গোবিন্দার বর্তমান সহকারীরকে শোকবার্তা

Govinda Secretary: ৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন গোবিন্দার ছোটবেলার বন্ধু ও প্রাক্তন সহকারী শশী। ঘটনাচক্রে গোবিন্দার বর্তমান সহকারীও শশী। দুজনের পদবী আলাদা। নাম বিভ্রাটের জেরে অনেকেই বর্তমান সহকারীর প্রতি শোকজ্ঞাপন করেছেন। অবশেষে জীবিত শশী বললেন, 'sআমি ভাল আছি।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 প্রাক্তন সেক্রেটারির মৃত্যুতে গোবিন্দার বর্তমান সহকারীরকে শোকবার্তা

প্রাক্তন সেক্রেটারির মৃত্যুতে গোবিন্দার বর্তমান সহকারীরকে শোকবার্তা

Govinda Secretary Shashi Sinha: ৬ মার্চ শুক্রবার বিকেল চারটে নাগাদ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতার প্রাক্তন সেক্রেটারি শশী প্রভু। ছোটবেলার বন্ধুকে হারিয়ে গভীরভাবে শোকাহত নয়ের দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। হৃদরোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শশী। সকাল ১০ টা নাগাদ তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা। শশীর সঙ্গে গোবিন্দার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। চোখের জলে বন্ধুকে বিদায় জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে চোখের জল মুছছেন গোবিন্দা। খবর পেয়েই শশীর বাড়িতে ছুটে গিয়েছিলেন। প্রাক্তন সেক্রেটারির পরিবারের কঠিন সময়ে পাশে রয়েছেন গোবিন্দা। ঘটনাচক্রে গোবিন্দার বর্তমান সেক্রেটারিও শশী। পদবীটা অবশ্য সিনহা। আর সেখানেই গণ্ডগোল বাঁধিয়ে ফেলেছেন অনেকেই। 

Advertisment

জীবিত শশীকেই মৃত বানিয়ে ফেলেছেন অনেকে! তাঁর উদ্দেশে শোকজ্ঞাপন করছেন! মেসেজে আত্মার শান্তি কামনা করছেন! এই ঘটনায় বিভ্রান্ত গোবিন্দার বর্তমান সেক্রেটারি শশী সিনহা। বর্তমান সেক্রেটারি শশী সিনহার উদ্দেশে শোকজ্ঞাপন বার্তা পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরাও। নাম বিভ্রাটের জেরেই এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন শশী।  IANS-এর মুখোমুখি হয়ে গোবিন্দার সেক্রেটারি জানান, তিনি ভাল আছেন। সুস্থ আছেন। এইধরনের ভুল কোনওভাবই মেনে নিতে পারছেন না শশী সিনহা।

তিনি বলেন, 'আমি সকাল থেকে অনেকগুলো মেসেজ পেয়েছি। আমার ফোনে শোকবার্তা আসছে। ফোনের পর ফোন। আমার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে।' একটি বিষেয় স্পষ্ট করে দিয়ে বলেছেন, একই নামের দুই ব্যক্তি হওয়ার দরুণ মানুষের গণ্ডগোল হচ্ছে। শশী প্রভু কিছুদিন গোবিন্দার সঙ্গে কাজ করেছেন। তারপর সেই দায়িত্ব এখন তিনি পালন করছেন। 

Advertisment

প্রসঙ্গত, ঘটনার কিছু সময় পরই শশী সিনহা ETimes-কে প্রাক্তন সেক্রেটারির সঙ্গে গোবিন্দার বন্ডিংয়ের গল্প বলেন, 'ওঁরা ছোটবেলার বন্ধু। ভীষণ ভাল সম্পর্ক ছিল দুজনের। গোবিন্দার সঙ্গে কাজও করেছেন। আমার সঙ্গে অনেকটা পরে পরিচয় হয়। গোবিন্দার কেরিয়ারের শুরুতে দিকের লড়াইয়ের সঙ্গী ছিলেন। ওঁরা একে অপরকে ভাই বলেই মানতেন। শেষ দিন পর্যন্ত দুজনের সম্পর্কটা এমনই ছিল।' 

bollywood movie Govinda Bollywood News Bollywood Actor