করোনার থাবায় ত্রস্ত বলিউড! অক্ষয়ের পর এবার আক্রান্ত গোবিন্দা

অভিনেতার দ্রুত আরোগ্য কামনার জন্য গোবিন্দার সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে আবেদন করেছেন স্ত্রী সুনীতা।

অভিনেতার দ্রুত আরোগ্য কামনার জন্য গোবিন্দার সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে আবেদন করেছেন স্ত্রী সুনীতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গোবিন্দা। ফাইল ছবি

বলিউডে একের পর এক তারকার ঘরে কোভিডের হানা। অক্ষয় কুমারের পর এবার করোনায় আক্রান্ত বলিউড সুপারস্টার গোবিন্দা। অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করেছেন। তিনিও সম্প্রতি সংক্রমণ মুক্ত হয়েছেন। এবার তাঁর স্বামী গোবিন্দা আক্রান্ত হলেন।

Advertisment

সুনীতা জানিয়েছেন, "বাড়ির সবাইয়ের রিপোর্ট এদিন এসেছে। একমাত্র চিচি (গোবিন্দার ডাকনাম) কোভিড পজিটিভ। তবে ওঁর শরীর ঠিক আছে। সামান্য উপসর্গ রয়েছে। বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে গোবিন্দা। সবাই ওঁর পাশে আছি, চিকিৎসকরাও সবসময় নজরে রেখেছেন তাঁকে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠবে গোবিন্দা।"

গোবিন্দার মুখপাত্র জানিয়েছেন, "সবরকম সাবধানতা অবলম্বন করেছিলেন অভিনেতা। তবে দুর্ভাগ্যবশত কোভিড পজিটিভ হয়েছেন গোবিন্দা। মৃদু উপগর্স থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।" তাঁর স্ত্রী সুনীতা আহুজা প্রত্যেক কোভিড টেস্ট করার জন্য আবেদন জানিয়েছেন, যাঁরা যাঁরা গোবিন্দার সংস্পর্শে এসেছেন গত কয়েক দিনে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনার জন্য গোবিন্দার সমস্ত শুভানুধ্যায়ীদের কাছে আবেদন করেছেন সুনীতা।

Advertisment

এদিকে, রবিবার সকালেই জানা গিয়েছে কোভিড-১৯ পজিটিভ বলিউড তারকা অক্ষয় কুমার। নিজেই ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে একথা জানিয়েছেন আক্কি। অক্ষয় কুমার বলেছেন, ”এদিন সকালেই আমার করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। সমস্ত নিয়ম মেনেই আপাতত আইসোলেশনে রয়েছি।”

ইনস্টা নোটে অক্ষয় আরও লেখেন, ”আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি এবং সমস্ত রকম মেডিক্যাল কেয়ারের মধ্য দিয়ে যাচ্ছি। বিগত কয়েকদিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের অনুরোধ করছি নিজেদের করোনা পরীক্ষা করান। ভাল থাকুন। খুব তাড়াতাড়ি কাজে ফিরছি।”

Govinda coronavirus