Sunita Ahuja Personal Life:একাধারে বলিউডের কৌতুক অভিনেতা, অন্যদিকে ডান্স মাস্টার। তিনি নান আদার দ্যান গোবিন্দা। বর্তমানে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও অত্যন্ত সাহসী ও স্পষ্টবক্তা। সম্প্রতি Curly Tales-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মদের প্রতি তিনি কতটা আশক্ত। নিয়মিত সুরা পান না করলেও জীবনের খুশির মুহূর্তটা মদ্যপান করেই সেলিব্রেট করেন গোবিন্দা ঘরণী সুনিতা আহুজা।
বয়সজনিত কারনে এখন সঙ্গী হিসেবে গোবিন্দাকে পান না। তাই একাই বোতল খুলে বসে পড়েন সুনিতা। জন্মদিনের দিন তো কোনও কথাই নেই। ঘড়ির কাঁটায় রাত আটটা বাজলেই পছন্দের ব্র্যান্ডের ছিপি খুলে অন্য দুনিয়ায় পাড়ি দেন সুনীতা আহুজা।
Curly Tales-কে তিনি বলেন বাড়ির মধ্যে তাঁর প্রিয় জায়গা (ফেভারিট কর্ণার) কোনটা। বার কাউন্টারের দিকে আঙুল তুলে বলেন, 'এটাই আমার শান্তির জায়গা। গোবিন্দা সবাইকে বলেন আমার বাড়িতে একটা Dharam jiজি আছেন। আর Dharam ji আমার অত্যন্ত প্রিয়। তাই এই জায়গাটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। পছন্দের ব্র্যান্ড ব্লু লেভেল। যখনই আমি এটা খাই মন খুশিতে একেবারে নেটে ওঠে। সহজে হজমও হয়ে যায়। সন্তানদের জন্মদিনে আমি খুব খুশি থাকি। সদ্য ওঁরা অভিনয়ে পা রেখেছে। আমি আরও বেশি খুশি হয়ে পুরো বোতলটাই খেয়ে ফেলেছি। ভারত-পাকিস্তান ম্যাচের সময়ও একটা বোতল আমার কাছে কোনও ব্যাপার নয়। তবে আমি কিন্তু, রবিবার ছাড়া অন্য কোনওদিন রোজ মদ্যপান করি না।'
নিজর জন্মদিনে তো ঘড়ির কাঁটায় রাত আটটা বাজার অপেক্ষা। সেই প্রসঙ্গে সুনীতার সংযোজন, 'সারাদিনের ভগবানের নাম-গান করি। আর রাতে মদ্যপান। জীবনের অনেকগুলো বছর সন্তানদের দিয়েছি। এখন ওঁরা প্রাপ্তবয়স্ক। এখন নিজের জন্য সময় নিয়েছি। তাই জন্মদিনটা নিজের মতো করে একাই কাটাই। প্রায় ১২ বছর হয়ে গেল। কখনও গুরুদ্বার যাোই কখনও আবার অন্য কোনও মন্দিরে। তবে রাত আটটা বাজলেই একাই কেক কেটে মদ্যপান করে বার্থডে সেলিব্রেট করি। দুনিয়ায় এসেছি যাব একা, তাই জন্মদিনটাও একাই সেলিব্রেট করি।'