Govinda: নিজেকে এলোপাথারি চড় মারেন, 'অশিক্ষিত' গোবিন্দা কোন ষড়যন্ত্রের কবলে?

Govindaa on Bollywood: কিছুদিন পূর্বেই হঠাৎ নিজের লাইসেন্স বন্দুক পরিস্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পায়ে গুলি লেগে হাসপাতালে ছিলেন তিনি। ফলে শিরোনামে তিনি সবসময় থাকেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
govinda birthday

Govinda: কী ধরণের ষড়যন্ত্রের কবলে তিনি? Photograph: (ফাইল চিত্র )

Govindaa-Bollywood: দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন গোবিন্দা। সম্প্রতি এক কথোপকথনে তিনি নানা ছবি থেকে তাঁর অনুপস্থিতির কথা বলেছিলেন। প্রকাশ করেছিলেন যে ১০০ কোটির ছবিটি প্রত্যাখ্যান করার জন্য তিনি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না।  আরও দাবি করেছিলেন যে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে ইচ্ছাকৃতভাবে তার খ্যাতি নষ্ট করার চেষ্টা করেছিল। 

Advertisment

মুকেশ খান্নাকে গোবিন্দা বলেন, "ওরা যখন লিখছিল যে আমার হাতে কাজ নেই, তখন আমি ১০০ কোটির ছবি ছেড়েছিলাম। তারপর, আমি আয়নায় তাকিয়ে সিনেমাটা প্রত্যাখ্যান করার জন্য নিজেকে চড় মারছিলাম। নিজেকে তখন বললাম, 'তুমি পাগল হয়ে গেছ, ওই টাকা দিয়ে তুমি নিজের খরচ জোগাতে পারতে। ছবিটির সেই ভূমিকাই ছিল যা আজকাল কাজ করছে। তবে গোবিন্দা নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে নিজের প্রতি সৎ থাকার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। অভিনেতার কথায়, "আমি নিজের প্রতি সৎ থেকেছিলাম, নিজের মনের কথা শুনছিলাম।" 

ইন্ডাস্ট্রিতে তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ ওঠার ঘটনার কথা স্মরণ করে অভিনেতা দাবি করেন, এটা পরিকল্পিত। তিনি বলেন, "আমি মানহানির একটি পর্বের মধ্য দিয়ে গিয়েছি এবং এটি পূর্বনির্ধারিত ছিল। তারা আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। আমি বুঝতে পারলাম আমি একজন অশিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের মাঝে চলে এসেছি এবং তারা আমাকে সরিয়ে দিতে চায়। আমি তাদের নাম নষ্ট করতে পারি না। তবে তারা কতদূর যাবে তা আমি জানতাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে লোকজনকে ধরে নিয়ে যাওয়া হয়। এসব ষড়যন্ত্রের পর আমার স্বভাব বদলে গেছে।" 

আরও পড়ুন  -   Virat Kohli-Shawn Mendes: বিরাটের জার্সি গায়ে পারফর্ম মেলোডি-কিং শনের, হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে দিলেন বড় বার্তা...

Advertisment

কিছুদিন পূর্বেই হঠাৎ নিজের লাইসেন্স বন্দুক পরিস্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পায়ে গুলি লেগে হাসপাতালে ছিলেন তিনি। ফলে শিরোনামে তিনি সবসময় থাকেন। এর আগে কথোপকথনে গোবিন্দা তার আর্থিক সংগ্রাম এবং দুর্ব্যবহারের অভিযোগ সম্পর্কে কথা বলেছিলেন। তাঁর কথায় 

 "গত ১৪-১৫ বছরে আমি টাকা বিনিয়োগ করেছি এবং প্রায় ১৬ কোটি টাকা হারিয়েছি। ভাইয়ের মতো কিছু লোকও আমার সাথে খারাপ আচরণ করেছিল। আমার ছবি হল পায়নি, তারা আমার কেরিয়ার ধ্বংস করতে চেয়েছিল, যা ঘটেনি।" বলিউডে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "হ্যাঁ, অবশ্যই ছিল। কথায় বলে, বন্ধুরা আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ভাগ্য যদি আপনার পক্ষে না থাকে, তাহলে আপনার নিজের লোকেরাও আপনার বিরুদ্ধে চলে যায়।" 

bollywood Govinda entertainment Entertainment News Entertainment News Today Bollywood Actor