Advertisment
Presenting Partner
Desktop GIF

66th Grammy Awards: বিশ্বমঞ্চে ফের ভারতের জয় জয়কার! বিরাট সম্মান পেলেন জাকির হোসেন-শঙ্কর মহাদেবনরা

Grammy Award Winners List: আর কারা পেলেন এই পুরস্কার, ভারতের তরফে এল কাঁড়ি কাঁড়ি শুভেচ্ছা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
66th Grammy Awards, Grammy Awards Winners, Grammy Award Winners 2024 Full List

66th Grammy Awards Winners: আর কে কে পেলেন? ছবি-টুইটার

অবশেষে, জয় হল শক্তির। Grammys পুরস্কার পেলেন উস্তাদ জাকির হোসেন ( Zakir Hussain ), শঙ্কর মহাদেবণ ( Shankar Mahadevan ), এবং তাদের দলবল। যদিও জাকির হুসেনের এটি দ্বিতীয় গ্র্যামি পুরস্কার। ফিউশন, ব্যান্ড ছিনিয়ে নিয়েছে এই পুরস্কার।

Advertisment

খবর প্রকাশ্যে আসতেই ভারতের উন্মাদনা শুরু। সঙ্গীতের রথী মহারথীরা নিজে হাতে পুরস্কার গ্রহণ করলেন। Grammys এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই সুখবর শেয়ার করে জানানো হয়েছে। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজেতা - 'This Moment' Shakti.. শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন উঠলেন মঞ্চে।

মঞ্চে উঠেই শিল্পী বললেন, "ধন্যবাদ ছেলেরা। আমার তরফ থেকে ধন্যবাদ ভগবানকে, আমার পরিবারকে এবং গোটা ভারতকে। ভারতের সকলকে আমার শুভেচ্ছা। আমি আমার এই পুরস্কার সমর্পণ করতে চাই তাদের সকলকে, যারা আমার প্রতিটা সুরের সঙ্গে মিশে আছে। জাকির সাহেব দাঁড়িয়ে আছেন। এটা উনার দ্বিতীয় পুরস্কার। একটা আলাদাই মুহূর্ত তৈরি হয়েছে।"

আরও পড়ুন - Ipshita – Debottam: নাকভর্তি সিঁদুর, দেবত্তমের বাহুডোরে ইপ্সিতা! আবেগঘন অভিনেতা…

কিন্তু, জাকির সাহেব শুধু এটাই নয়। আরও পুরস্কার এসেছে তাঁর ঝুলিতে। শ্রেষ্ঠ গ্লোবাল মিউজিক পারফরমেন্স এর ক্ষেত্রে তিনি পুরস্কার পেয়েছেন। সর্বমোট ৩টে পুরস্কার পেয়েছেন তিনি। আর তার পাশাপাশি রাকেশ চৌরসিয়া পেয়েছেন সর্বমোট দুটি পুরস্কার। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। দেশ বিদেশের নানা শিল্পী এসেছিলেন সেইখানে।

bollywood tollywood Entertainment News shankar mahadevan Zakir Hussain
Advertisment