/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/koel-fewayture.jpg)
কোয়েল মল্লিককে জন্মদিনের শুভেচ্ছা।
মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টলিপাড়ার পরিচিতরা, কোয়েলের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। সামনেই মুক্তি পেতে চলেছে জিতের সঙ্গে তাঁরপ ছবি 'শেষ থেকে শুরু'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির গান 'মন আমার'। ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী ও সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে।
তবে জন্মদিনে কোয়েলের টুইটারের দেওয়ালে শুভেচ্ছার বন্যা। টলিউডের তাঁর শুভান্যুধায়ী থেকে সিনিয়ররা প্রত্যেকে ভালবাসা জানিয়েছেন কোয়েলকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতেও ভালোন নি কোয়েল মল্লিক।
Greetings on your birthday, @YourKoel. Wish you the best in your life. ভালো থেকো
— Mamata Banerjee (@MamataOfficial) April 28, 2019
Wishing you many many happy returns of the day madam! @YourKoel Khub bhalo thakben!
— parambrata (@paramspeak) April 28, 2019
Wishing you a lovely birthday dear @YourKoel. Always be a charming lady you have been. Lots of love and happiness to you. Have a great year ahead. ♥️
— Rituparna Official (@RituparnaSpeaks) April 28, 2019
Many many happy returns of the day beautiful lady ❤????. Stay happy always... @YourKoel
— Sayantika Banerjee (@sayantika12) April 28, 2019
Wishing you a very happy birthday dear @YourKoel ???? Have a wonderful year ahead ????????
— Arpita Chatterjee (@ArpitaCP) April 28, 2019
Happy Birthday @YourKoel ???? Much love ????
— Birsa Dasgupta (@BirsaDasgupta) April 28, 2019
Happy Birthday #GorgeousAngel.????????????
Wish you all the success in the world. God bless you @YourKoelpic.twitter.com/UK6l3pQ3hr— Prosenjit Chatterjee (@prosenjitbumba) April 28, 2019
কিছুদিন আগেই স্বামী নিসপাল সিং রানের সঙ্গে বিদেশ ভ্রমনে গিয়েছিলেন নায়িকা। ছবিও পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফ থেকেও কোয়েল মল্লিককে জন্মদিনের শুভেচ্ছা।