Advertisment
Presenting Partner
Desktop GIF

টলি কুইনের জন্মদিন, কোয়েলকে শুভেচ্ছা জানাল ইন্ডাস্ট্রি

জন্মদিনে কোয়েলের টুইটারের দেওয়ালে শুভেচ্ছার বন্যা। টলিউডের তাঁর শুভান্যুধায়ী থেকে সিনিয়ররা প্রত্যেকে ভালবাসা জানিয়েছেন কোয়েলকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতেও ভালোন নি কোয়েল মল্লিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কোয়েল মল্লিককে জন্মদিনের শুভেচ্ছা।

মমতা বন্দ্যোপাধ্যায় থেকে টলিপাড়ার পরিচিতরা, কোয়েলের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। সামনেই মুক্তি পেতে চলেছে জিতের সঙ্গে তাঁরপ ছবি 'শেষ থেকে শুরু'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির গান 'মন আমার'। ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী ও সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়কে।

Advertisment

তবে জন্মদিনে কোয়েলের টুইটারের দেওয়ালে শুভেচ্ছার বন্যা। টলিউডের তাঁর শুভান্যুধায়ী থেকে সিনিয়ররা প্রত্যেকে ভালবাসা জানিয়েছেন কোয়েলকে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতেও ভালোন নি কোয়েল মল্লিক।

কিছুদিন আগেই স্বামী নিসপাল সিং রানের সঙ্গে বিদেশ ভ্রমনে গিয়েছিলেন নায়িকা। ছবিও পোস্ট করেছিলেন সোশাল মিডিয়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফ থেকেও কোয়েল মল্লিককে জন্মদিনের শুভেচ্ছা।

tollywood koel mallick
Advertisment