Advertisment

'গল্লি বয়'-এর সাফল্য একা রণবীরের নয়, বুঝিয়ে দিলেন অমিতাভ

বন্ধুর বিয়ের মাঝেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, লেজেন্ডদের থেকে এইরকম উপহার প্রত্যেকদিন পাওয়া যায়না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বক্স অফিসের দৌড়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেলেন রণবীর সিং। কিন্তু এই সাফল্য যে তাঁর একার নয়, তা বুঝিয়ে দিলেন অমিতাভ বচ্চন। চিঠির মাধ্যমে পৌঁছলো তাঁর প্রশংসা বার্তা, সঙ্গে একগুচ্ছ ফুলের তোড়া। তবে তা সিদ্ধান্ত চতুর্বেদী এবং আলিয়া ভাটের কাছে।

Advertisment

দুজনের অভিনয়ে মুগ্ধ বিগ-বি। জোয়া আখতারের পরিচালনায় এমসি শেরের ভুমিকায় অভিনয় করেছেন সিদ্ধান্ত। যিনি ছবিতে মুরাদের (রণবীর সিং) জীবনের অভিমুখ ঘুরিয়েছেন। সেই চরিত্রে অভিনয় করেই অমিতাভ বচ্চনকে মুগ্ধ করেছেন সিদ্ধান্ত। সেই চিঠি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন অভিনেতা। পোস্টে হিন্দিতে বচ্চনকে প্রণাম জানিয়ে লিখেছেন, "আপনার উপহার এবং আশীর্বাদ পেয়ে আমি ধন্য, যা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটি আমার জন্য ভীষণ গর্বের মুহূর্ত। আমি যদি আপানার পা ছুঁতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম।"

একইসঙ্গে আলিয়া ভাটকেও চিঠি পাঠিয়েছেন অমিতাভ। বন্ধুর বিয়ের মাঝেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, লেজেন্ড অর্থাৎ কিংবদন্তিদের কাছ থেকে এইরকম উপহার প্রত্যেকদিন পাওয়া যায় না।

View this post on Instagram

Its not everyday you receive a letter from the legend. Grateful ✨????????

A post shared by Alia ???? (@aliaabhatt) on

ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের চলচ্চিত্র সমালোচক ছবিটির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "সব অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য দূত হয়ে আসে র‌্যাপ। আর তখনই এমসি শেরের (চতুর্বেদী) সঙ্গে সামনাসামনি পারফরমেন্স যেন আর্শীবাদের মতো কাজ করে। মুরাদ সুর ও শব্দে নিজের ব্যথাকে অস্ত্রের মতো ব্যবহার করে। এখানেই রণবীর সিং নিজের চলনভঙ্গীতে রাশ টেনে মুরাদের চরিত্রটা প্রাণবন্ত করেছেন, তাঁর রাগের মধ্যেও কোথাও একটা নম্রতা রয়েছে। মুরাদকে দেখে বোঝা যাচ্ছে সিং তাঁর স্বভাবসিদ্ধ চাঞ্চল্যকে দমন করেছেন, যদিও সেই চেষ্টাটা কখনও কখনও সামনে এসে পড়তে পারে।"

Read the full story in English

bollywood alia bhatt Ranveer Singh
Advertisment