Advertisment
Presenting Partner
Desktop GIF

'গল্লি বয়' ছবির পোস্টারই বলছে মন জয় করবেন আলিয়া-রণবীর

নির্মাতারা রণবীরের পোস্টার শেয়ার করার কিছুক্ষণের মধ্যে আলিয়া ভাটের ছবিসহ আরও একটি পোস্টার মুক্তি পায়। ছবির পোস্টারে দুজন চরিত্রকেই প্রাণবন্ত লাগছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবির ট্যাগ লাইনে লেখা ''আপনা টাইম আ গ্যায়া''।

জোয়া আখতারের পরিচালনায় আলিয়া ভাট ও রণবীর সিং বক্সঅফিস মাতাতে আসছে ন। 'গল্লি বয়' সিনেমা হলে আসছে ১৪ ফেব্রুয়ারী। প্রথমবার সেলুলয়েডে দেখা যাবে রণবীর-আলিয়া জুটিকে। প্রকাশিত হল ছবির পোস্টার। বুধবার, 'সিম্বা' অভিনেতা রণবীর সিং টুইটারে শেয়ার করেন 'গল্লি বয়' ছবির পোস্টার। ছবিতে স্ট্রিট র‍্যাপারের ভূমিকায় দেখা যাবে তাকে। পোস্টার সেই একই হুডিতে দেখা যাচ্ছে রণবীরকে। ছবির ট্যাগ লাইনে লেখা, "আপনা টাইম আ গয়া"।

Advertisment

রণবীরের পোস্টার শেয়ার করার কিছুক্ষণের মধ্যে আলিয়া ভাটের ছবিসহ আরও একটি পোস্টার মুক্তি পায়। ছবির পোস্টারে দুজন চরিত্রকেই প্রাণবন্ত লাগছে।

এর আগে মঙ্গলবার, আলিয়া একটি ছবি শেয়ার করেন যেখানে রণবীরের পিঠের দিকটা ক্যামেরার দিকে এবং র‍্যাপের কথা লেখা সেখানে।

রণবীর সিং, আলিয়া ভাট ও কালকি কোয়েচলিন অভিনীত এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ৬৯ তম বার্লিন চলচ্চিত্র উৎসবে। খানিকটা র‍্যাপার ডিভাইনের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তাঁর হিংসে করতেন যদি 'গল্লি বয়' ছবিতে তাঁকে ছাড়া আর কাউকে নেওয়া হত। তিনি বলেন, "সত্যি বলছি! যদি আমি ছাড়া অন্য কোনও অভিনেতা এই ছবির টিজারে থাকতেন, আমি হিংসেয় জ্বলে যেতে পারতাম। এটা মুম্বই, এটা হিপ হপ, এটা আমি (হাসি)।"

Read the full story in English 

alia bhatt Ranveer Singh
Advertisment