/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/gully-boy-ranveer-alia-759.jpg)
ছবির ট্যাগ লাইনে লেখা ''আপনা টাইম আ গ্যায়া''।
বক্স অফিসের দৌড়ে ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেলেন রণবীর সিং। আট দিনের শেষে তাঁর নতুন ছবি 'গল্লি বয়ের' আয় ১০০.৩০ কোটি টাকা। পরিচালিকা জোয়া আখতার মুম্বইয়ের অখ্যাত র্যাপারদের নিয়ে তৈরি করেছেন এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন টুইট করে জানান 'গল্লি বয়ের' বক্স অফিস রিপোর্ট।
#GullyBoy crosses ₹ ???? cr in *extended* Week 1... Biz divided... Metros impressive. Driven by plexes... Mass pockets ordinary/dull... Thu 19.40 cr, Fri 13.10 cr, Sat 18.65 cr, Sun 21.30 cr, Mon 8.65 cr, Tue 8.05 cr, Wed 6.05 cr, Thu 5.10 cr. Total: ₹ 100.30 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) February 22, 2019
আরও পড়ুন, মোদীর ‘জীবনে’ রতন টাটা কে?
'গল্লি বয়' মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারী। ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, কলকি কোয়েচলিন, বিজয় রাজ। মুম্বইয়ের জনপ্রিয় র্যাপার ডিভাইন ও ন্যাজির জীবন নিয়ে তৈরি এই ছবি।
#GullyBoy benchmarks...
Crossed ₹ 50 cr: Day 3
₹ 75 cr: Day 5
₹ 100 cr: Day 8
Weekend 2: Plexes will contribute to its biz... Lifetime biz will depend on how strongly it trends at metros in coming days.— taran adarsh (@taran_adarsh) February 22, 2019
ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমের চলচ্চিত্র সমালোচক ছবিটির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, "সব অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য দূত হয়ে আসে র্যাপ। আর তখনই এমসি শেরের (চতুর্বেদী) সঙ্গে সামনাসামনি পারফরমেন্স যেন আর্শীবাদের মতো কাজ করে। মুরাদ সুর ও শব্দে নিজের ব্যথাকে অস্ত্রের মতো ব্যবহার করে। এখানেই রণবীর সিং নিজের চলনভঙ্গীতে রাশ টেনে মুরাদের চরিত্রটা প্রাণবন্ত করেছেন, তাঁর রাগের মধ্যেও কোথাও একটা নম্রতা রয়েছে। মুরাদকে দেখে বোঝা যাচ্ছে সিং তাঁর স্বভাবসিদ্ধ চাঞ্চল্যকে দমন করেছেন, যদিও সেই চেষ্টাটা কখনও কখনও সামনে এসে পড়তে পারে।"
Read the full story in English