/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/ranveer-singh-gully-boy-759.jpg)
'গল্লি বয়' ছবিতে হিপ্-হপ্ দেখে যাঁদের আশ মেটেনি, তাঁদের জন্য সুখবর, জোয়া আখতার আরও একবার নিজের পরিচালনায় নিয়ে আসছেন 'গল্লি বয়'-এর দ্বিতীয় কিস্তি। তবে তা 'গল্লি বয়' চরিত্রটিকেই এগিয়ে নিয়ে যাবে কিনা তা স্পষ্ট নয়। এটুকু স্পষ্ট, শুরু থেকে শেষ পর্যন্ত ছবির বিষয় থাকবে ভারতীয় হিপ্-হপ্। এমনটাই জানিয়েছেন জোয়া আখতার। পরিচালিকার কথায়, "আমার সহ চিত্রনাট্যকার রিমা কগতি। আমার মনে হয়, আমাদের দেশের সমগ্র হিপ্-হপ্ সংস্কৃতি সম্পর্কে আরো কিছু বলা বাকি রয়ে গেছে। সম্প্রতি ছবির থিম ভেবে ওঠার পাশাপাশি চলছে ছবির স্ক্রিপ্ট লেখার কাজ ও পরিকল্পনা।"
আরও পড়ুন: Gully Boy review: ছবিটা আপনাকে আনন্দ দেবে
তিনি আরও বলেন, "যদিও এখনই এই ছবির কাজ নিয়ে আমাদের কাছে রয়েছে একাধিক তথ্য, যা যথাসময় প্রকাশ করা হবে।" তবে আবারও এই ছবি থেকে বাদ পড়েছেন জোয়ার ভাই ফারহান আখতার। উল্লেখ্য, 'গল্লি বয়' প্রথম ছবি যেখানে ভাইয়ের সঙ্গে কাজ করেন নি পরিচালিকা।
সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, "গল্লি বয় ছবিতে মুরাদের চরিত্রে মানাবে না ফারহানকে। ওকে সম্পূর্ণ আলাদা সঙ্গীত ঘরানায় মানায়। ঠিক যেমনটা 'রক অন' সিরিজ।" সুতরাং আন্দাজ করাই যায়, আসন্ন ছবিতে অভিনয় করবেন না ফারহান।
'গল্লি বয়' ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভট, সিদ্ধান্ত চতুর্বেদী, বিজয় রাজ, বিজয় ভর্মা, কল্কি কোয়েখলিন, অম্রুতা সুভাষ, শিবা চাড্ডা, প্রমুখ। ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা ছবিটির বেশ প্রশংসা করেছেন। "ছবিটা দেখে আপনি মজা পাবেন। বর্তমান ভারতে মুরাদ বা সফীনাদের মুসলিম হওয়ার উর্দ্ধেও কিছু পরিচয় আছে, যা মূলস্রোতের মানুষ সম্ভবত ভুলে গিয়েছেন। তাঁরা নিজেদের লাইনের এপারের বাসিন্দা ভেবে ওপারের মানুষকে ভুল ভাবেন। তবে এই ছবিটা অত্যন্ত সাহসীকতার কাজ। বলতেই হয়, 'ইনকা টাইম আ গয়া'।" এবার পালা দ্বিতীয় পর্বের, যেখানে জোয়া আখতার সাফ জানিয়ে দিয়েছেন ছবির মূল বিষয়বস্তু।
Read the full story in English