Advertisment

বছর দশেকের সংসার, এবার কলকাতায় এসে বাঙালি মতে ফের বিয়ে করলেন গুরমিত-দেবিনা

বাঙালি বর-কনে বেশে তারকাদম্পতির ছবি দেখে নেটদুনিয়ায় শোরগোল।

author-image
IE Bangla Web Desk
New Update
Gurmeet Choudhury, Debina Bonnerjee, Gurmeet Choudhury Debina Bonnerjee visits Kolkata, Gurmeet Choudhury Debina Bonnerjee married again, দেবীনা বন্দ্যোপাধ্যায়, গুরমিত চৌধুরি, দেবীনা-গুরমিত, bengali news today

কলকাতায় এসে বাঙালি মতে ফের বিয়ে করলেন গুরমিত-দেবীনা

প্রেমের সূত্রপাত 'রামায়ণ' ধারাবাহিকের হাত ধরেই। সেখান থেকেই সাত পাকে বাঁধা পড়েন দেবীনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee) এবং গুরমিত চৌধুরী (Gurmeet Choudhury)। বছর দশেক ধরেই অভিনয়ের পাশাপাশি গুছিয়ে সংসার করছেন টেলিদুনিয়ার দুই তারকা। তবে দেবীনা বাঙালি হলেও বিয়েটা বাঙালি রীতি অনুযায়ী হয়নি তাঁদের। তাই অভিনেত্রীর অনেকদিনের ইচ্ছে ছিল যে বাঙালি মতে ফের সাত পাকে বাঁধা পড়বেন। আর এবার সম্ভবত অভিনেত্রীর সেই ইচ্ছেই পূরণ হল। দেবীনার ইনস্টা প্রোফাইল তো তেমনটাই বলছে।

Advertisment

সোমবারের ব্যস্ত দুপুরে হঠাৎ-ই চমকে দিলেন দেবীনা বন্দ্যোপাধ্যায়। কী না, বাঙালি বর-কনে বেশে ছবি আপলোড করলেন স্বামী গুরমিতের সঙ্গে। পরনে লাল টুকটুকে বেনারসি। কপালে আঁকা চন্দনের উলকি। গুরমিতের পরনে পাঞ্জাবী। গলা থেকে ঝুলছে রজনীগন্ধার মালা। কনে বেশে স্বামী গুরমিতকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দেবীনা। স্বাভাবিকভাবেই অনুরাগীরা মজেছেন সেই ছবি নিয়ে। তাঁদের প্রশ্ন, তাহলে কি ফের বাঙালি মতে বিয়েটা করলেন গুরমিত-দেবলীনা?

<আরও পড়ুন: মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান, মন্নতে শাহরুখের সঙ্গে দেখা করতে গেলেন সলমন>

সেই প্রশ্নের উত্তর অবশ্য দেননি তারকাজুটি। তবে ক্যাপশনেই সাফ বোঝা যাচ্ছে যে, দেবীনার অনেকদিনের মনোকামনা পূরণ হয়েছে। লিখেছেন- "অবশেষে।" চেয়েছিলেন বাঙালি মতে বিয়ে করতে। সেটাই এবার কলকাতায় ঘুরতে এসে সেরে ফেললেন।

উল্লেখ্য দিন কয়েক আগেই কলকাতার রাস্তায় বেড়াতে দেখা গিয়েছিল দুই তারকাকে। কখনও ভিক্টোরিয়ার ময়দানে রোমান্সে মেতেছিলেন তাঁরা, তো আবার কখনও বা হলুদ ট্যাক্সি চেপে বেরিয়ে পড়েছিলেন কলকাতার মাটির ভাঁড়ে চা খেতে। ঝুপরি চায়ের দোকান থেকে চা-ও খেয়েছেন। তারকা-জামাই গুরমিত চৌধুরীও যে দিব্যি বাঙালিয়ানায় মেতে উঠেছেন, তা বলাই বাহুল্য।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Debina Bonnerjee Gurmeet Choudhury
Advertisment