অপেক্ষার অবসান। ফুটফুটে এক কন্যা সন্তানের বাবা মা হলেন গুরমীত চৌধুরী ( Gurmeet Choudhury ) – দেবিনা বন্দ্যোপাধ্যায় ( Debina Bonnerjee )। বেশ কিছুদিন ধরেই অপেক্ষারত ছিলেন দুজনেই, আজ সকালেই গুরমীত জানিয়েছেন সুখবর।
ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেই গুরমীত বলেন, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গেই আমাদের মেয়েকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। গতকাল অর্থাৎ ৩ তারিখই ভূমিষ্ঠ হয়েছেন তাদের কন্যা সন্তান।
দুই থেকে তিনজন হওয়ার এই দীর্ঘ পথে, দেবিনা সবসময়ই আপডেট দিতেন দর্শকদের। তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমেই, নানান ঘটনা সম্পর্কে জানাতেন অভিনেত্রী। দিন দুয়েক আগেও জানিয়েছিলেন ক্লান্তি অনুভব করছেন, তাঁর পরেই এল সুখবর।
পরেই, শুভেচ্ছার ছড়াছড়ি। একের পর এক ভালবাসা জানালেন টেলি তারকাদের অনেকেই। অর্জুন বিজলানি থেকে, দিব্যা আগরওয়াল, করনভীর বর্মা বাদ পড়েননি কেউই।