/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/guru-debina.jpg)
গুরমিত দেবিনার শিশুকন্যা জন্ডিসে আক্রান্ত
একসপ্তাহের মধ্যেই গুরমীত দেবিনার ( Gurmeet Choudhury - Debina Bonnerjee ) মেয়ে লিয়ানা জন্ডিস আক্রান্ত। এদিন নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানালেন, দেবিনা বন্দোপাধ্যায়। যথারীতি আবেগে ভেঙে পড়েন টেলি অভিনেত্রী।
অভিনেত্রী বললেন, "প্রথম প্রথম মা বাবাদের অনেক অসুবিধে হয়। তারা অনেক কিছু করে উঠতে পারে না। আমাদের মেয়ের চোখ হালকা হালকা হলুদ লাগলেও বুঝে উঠতে পারিনি। ওকে চেক আপে নিয়ে যেতেই শিশু বিশেষজ্ঞ বললেন, ওর জন্ডিস হতে পারে, রক্ত পরীক্ষা করিয়ে নিন। তারপরেই দেখা গেল নির্দিষ্ট মাত্রার থেকে জন্ডিসের মাত্রা অনেক বেশি! যথারীতি ট্রিটমেন্ট হয়, বাচ্চা তো ওকে বিলি লাইটের মধ্যে শুইয়ে রাখা হয়। দেখে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ডাক্তারদের সহায়তা পেয়েছি, ওরা আমায় ভয় পেতে না করেছিলেন। এমন সমস্যা সব বাচ্চার হয় সেই আশ্বাসও দেন তারা।"
প্রসঙ্গত, মেয়ের মঙ্গলকামনায় বাড়িতে অষ্টমী পুজোর আয়োজন করেছিলেন গুরু দেবিনা। পাঁচজন শিশুকন্যাকে ডেকে এনে, তাদের পুজো করা, খাওয়ানো দাওয়ানোর মাধ্যমেই মাতৃপুজা করেন তারা। মেয়েকে এখনও পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। দর্শকদের উদ্দেশ্যে মেয়ের কী নাম রাখবেন সেই সম্পর্কেও জানতে চেয়েছিলেন, আপাতত মেয়েকে নিয়েই ব্যস্ত দুজনে।