Guru Randhawa Hospitalized: শুটিং সেটে স্ট্যান্ট করতে গিয়ে গুরুতর আহত, হাসপাতালে জনপ্রিয় গায়ক-অভিনেতা

Guru Randhawa Injured: আপকামিং সিনেমার শুটিং সেটে স্ট্যান্ট করতে গিয়ে গুরুতর আঘাত পান। হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক ও অভিনেতা। এখন কেমন আছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sdfvsdv

শুটিং সেটে স্ট্যান্ট করতে গিয়ে বিপদ

Guru Randhawa Health Update: sশুটিং সেটে অনেকসময়ই নানা কারনে চোট পান তারকারা। বিশেষ করে কোনও কঠিন স্ট্যান্ট বা অ্যাকশন দৃশ্যের শুটের সময় দুর্ঘটনার সম্মুখীন হন। এবার সেই রকমই এক ভয়াবহ অভিজ্ঞতার স্বীকার হলেন পঞ্জাবি গায়ক  ও অভিনেতা গুরু রন্ধাভা। আঘাত এতটাই গুরুতর যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই মুহূর্তে চিকিৎসাধীন জনপ্রিয় গায়ক-অভিনেতা গুরু রন্ধাভা। আগামী ছবি 'শকুনি সর্দার'-এর শুটিং সেটেই ঘটেছে দুর্ঘটনা।

Advertisment

স্ট্যান্ট করতে গিয়েই আহত হন অভিনেতা। হাসপাতালের বিছানায় শুয়েই হেলথ আপডেট দিয়েছেন গুরু রান্ধাভা। এত বড় দুর্ঘটনার পরও মনের জোর অটুট। গলায় 'cervical collar', শয্যাশায়ী অবস্থাতেও ভক্তদের উদ্দেশে বার্তা খুব তাড়াতাড়ি সেটে ফিরবেন। গুরু রান্ধাভা তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে লিখেছেন, 'এটা আমার প্রথম স্ট্যান্ট। প্রথম আঘাত। কিন্তু, আমার জোর কেউ দমাতে পারবে না। এটা শকুনি সর্দার মুভির শুটিংয়ের স্মৃতি হয়ে থাকবে। অ্যাকশন দৃশ্যের শুটিং করা খুব কঠিন কাজ। আমার দর্শকের জন্য বারবার সেই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কঠিন কাজকেও সহজ করব।'

Advertisment

এই ছবির মাধ্যমে বিগ স্ক্রিনে বিগ ব্রেক পেয়েছেন টেলি অভিনেত্রী নিমরত কৌর আলুওয়ালিয়া (Nimrit Kaur Ahluwalia)। আগামী ১৬ মে সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। গুরু-র এই মারাত্মক অবস্থা দেখে একেবারে স্তম্ভিত ম্রুনাল ঠাকুর। একটাই কথা লিখেছেন 'হোয়াট' (WHAT)। অভিনেতা অনুপম খের গুরু রন্ধাভার শুভকামনা করে লিখেছেন, 'তুমি সেরার সেরা। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।'

গায়ক মিকা সিং, কমেডিয়ান ভারতী সিং সহ সতীর্থদের অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পঞ্জাবি গায়ক ও অভিনেতা গুরু রন্ধাভার একটা বিরাট ফ্যানবেস রয়েছে। হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অবস্থায় তাঁকে দেখে তো রীতিমতো মন খারাপ ভক্তদের। উদ্বেগ প্রকাশ করে এক অনুরাগী জানতে চেয়েছেন কী ভাবে গুরুতর আঘাত পেলেন? সেই সঙ্গে আগামী দিনে ভাল কাজ করার পাোশাপাশি নিজের খেয়াল রাখার অনুরোধ করেন। 

Guru Randhawa