Advertisment

Guru Randhawa: উদিত নারায়নের চুমু বিতর্কর মাঝেই ভাইরাল গুরু রন্ধভার ভিডিও, মহিলা ভক্ত চুমু খেতেই কী করলেন?

Guru Randhawa Viral Video: মহিলা ভক্তকে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ন। এর মাঝেই সোশ্যাল মিডিয়য় ভাইরাল গুরু রন্ধভার একটি ভিডিও। সেখানে অবশ্য গায়কের প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। কিন্তু, কেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
মহিলা ভক্ত চুমু খেতেই কী করলেন?

মহিলা ভক্ত চুমু খেতেই কী করলেন ?

Guru Randhawa Live Concert: লাইভ পারফরম্যান্সের মাঝে মহিলা ভক্তকে চুমু খেয়ে কটাক্ষে বিদ্ধ হন উদিত নারায়ন। যদিও তাঁর দাবি, ভক্তের আবদার মেটাতেই চুমু খেয়েছেন। এর মধ্যে তিনি অশালীন কিছু দেখছেন না। উদিতকে নিয়ে চর্চার মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পঞ্জাবি গায়ক গুরু রন্ধভার একটি পুরনো ভিডিও। সেখানেও সেই চুমু কাণ্ড! মঞ্চে যখন গুরু রন্ধভা জমিয়ে গান গাইছেন তখন এক মহিলা ভক্তের সেলফি আবদার মেটাতে এগিয়ে আসেন।

Advertisment

তবে উদিতের সঙ্গে একটি সুক্ষ্ম পার্থক্য রয়েছে। গায়ক যেমন মহিলা ভক্তের ঠোঁটে জাপটে চুমু খেয়েছেন, গুরু রন্ধাভা কিন্তু সেসব থেকে প্রায় দশ হাত দূরে। বরং মহিলা ভক্ত তাঁর গালে চুমু খেতেই দূরে সরে যান। পুরনো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। গুরু রন্ধভাকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। 

উদিত নারায়নের সঙ্গে গুরু রন্ধভার তুলনা করতেও শুরু করেছেন নেটিজেনরা। নেটনাগরিকদের একাংশের মন্তব্য, 'ভক্তদের পগলামি'-কে কখনই তোল্লাই দেওয়া উচিত নয়। গুরু রন্ধাভার প্রশংসায় পঞ্চমুখ হয়ে এক অনুরাগী লিখেছেন, 'উনি সরে গিয়েছেন। সত্যিই দারুণ ব্যাপার।' অপর এক ব্যক্তি বলেন, 'ভক্তদের সীমা অতিক্রম করা কখনই উচিত নয়।'

Advertisment

উদিত নারায়নকে খোঁচা মেরে এক নেটনাগরিক লিখেছেন, ' উদিতজি, এই ভিডিওটা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। গুরু রন্ধাভাকে সবসময় ভালবাসা। আপনাকে অনেক ভালবাসি।' এক নেটিজেন মহিলা ভক্তদের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাঁর মতে, 'দুইক্ষেত্রেই মহিলা ভক্তরা আগে এগিয়ে এসেছেন। সেক্ষেত্রে একজন নিজেকে সরিয়ে নিয়েছেন অন্যজন পালটা সেই কাজই করেছেন।

এটা নিয়ে কী বলার আছে? ভক্তরাই তো চুমু খাওয়ার অনুমতিটা দিচ্ছেন। মহিলা ভক্তদের উচিত শিল্পীদের যথাযথ সম্মান দেওয়া। সেই সঙ্গে নিজেদের ইচ্ছের গণ্ডি না পেরনো।'  প্রসঙ্গত, সম্প্রতি একটি লাইভ শোয়ে গান গাইতে গাইতেই স্টেজের সামনের দিকে চলে আসেন উদিত নারায়ন। সেখানে হাঁটু মুড়ে এক মহিলা ভক্তের সঙ্গে সেলফি তুলে তাঁর গালে চুমু এঁকে দেন। 

এরপর একে একে সব তরুণীর গালে পরপর উদিতের চুমু! ফের উঠে গিয়ে গান গাইছিলেন। তারপর সেখানে আসেন এক সুন্দরী তরুণী। তাঁর কাঁধে হাত রাখতেই সঙ্গে সঙ্গে গায়কের গালে চুমু দিলেন ওই তরুণী। বিন্দুমাত্র আপত্তি না জানিয়ে পালটা মহিলাভক্তের ঠোঁটে জাপটে চুমু উদিত নারায়নের। সঙ্গে সঙ্গে আনন্দে একেবারে চিৎকার করে ওঠেন মহিলা ভক্ত। এই ঘটনর পর নয়ের দশকের পপুলার শিল্পী উদিত নরায়নের সাফ যুক্তি, ভক্তদের খুশি করতেই এগুলো করা হয়। তিনি নিপাট ভদ্র মানুষ। এচা নিয়ে চর্চা বৃথা। 

Bollywood News Guru Randhawa Bollywood Song udit narayan
Advertisment