Celebrity Death: বিনোদুনিয়ায় জোড়া দুঃসংবাদ, প্রয়াত পদ্মশ্রীপ্রাপ্ত গায়কের স্ত্রী সহ অমিতাভ-শাহরুখের কাছের মানুষ

Celebrity Death News: বিনোদন জগতে শোকের ছায়া। জোড়া দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় গায়কের স্ত্রী ও বিগ বি, রজনীকান্ত, শাহরুখ খানের বিশিষ্ট চিত্রগ্রাহক।

Celebrity Death News: বিনোদন জগতে শোকের ছায়া। জোড়া দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় গায়কের স্ত্রী ও বিগ বি, রজনীকান্ত, শাহরুখ খানের বিশিষ্ট চিত্রগ্রাহক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিনোদুনিয়ায় জোড়া দুঃসংবাদ

বিনোদুনিয়ায় জোড়া দুঃসংবাদ

বিনোদন জগতে চরম দুঃসংবাদ। বিশিষ্ট গায়ক Hans Raj Hans-এর পরিবারে শোকের ছায়া। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে Hans Raj Hans-এর জীবনসঙ্গী অর্থাৎ অর্ধাঙ্গিনী রেশম কৌর। শরীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হেরে গেলেন গায়কের স্ত্রী। জলন্ধরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন রেশম। সেখানেই বুধবার দুপুর ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisment

মৃত্যুকালে বয়স হয়েছিল ৬২ বছর। মিডিয়া রিপোর্ট মোতাবেক, Hans Raj Hans-এর স্ত্রী রেশম কৌর হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য জলন্ধরের টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্টেন বসানো হয়েছিল। কিন্তু, শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। অবশেষে পরিবার ও কাছের মানুষদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন রেশম কৌর। 

তাঁর ভাই পরমজিৎ সিং জানান, অসুস্থতার কারণে পাঁচদিন হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ Hans Raj Hans-এর স্ত্রী রেশম কৌরের শেষকৃত্য সম্পন্ন হয়। মায়ের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়াকর করেছেন ছেলে যুবরাজ হান্স।

Advertisment

উল্লেখ্য, পঞ্জাবি পোক ও সুফী ঘরানায় পদ্মশ্রীপ্রাপ্ত গায়ক Hans Raj Hans-এর অবদান অনবদ্য। বলিউডেরও বেশ কিছু গানে Hans Raj Hans-এর কণ্ঠের ম্যাজিকে মুগ্ধ শ্রোতারা। Bichhoo, Mausam, Patiala House, Sonu Ke Titu Ki Sweety ও  Monsoon Wedding-এর মতো ছবিতে গান গেয়েছেন  Hans Raj Hans। 

অন্যদিকে মায়ানগরীর মায়া কাটিয়ে চলে গেলেন বিশিষ্ট সেলেব চিত্রগ্রাহক অশোক পুনাতার। ১ এপ্রিল মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সঞ্জয় দত্ত, সচীন তেন্ডুলকরের ঘনিষ্ঠ ছিলেন। জনপ্রিয় এই চিত্রগ্রাহকের মৃত্যুতে ভক্তরা শোকজ্ঞাপন করেছেন। 

Bollywood News