ইতিমধ্যেই তিনি ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। আজও একইভাবে সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি, সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য ব্লকবাস্টার। আজ বুধবার অভিনেতা তথা পরিচালক কমল হাসানের ৬৪ তম জন্মদিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তা এসেছে সুপারস্টারের কাছে।
মুন্দ্রম পিরাই, নায়কন, ইন্ডিয়ান, পুষ্পক বিমান, রাজা পারভাই, অপূর্ব সাগোধারারগালের মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। সেরার তালিকায় রয়েছে চাচি চারশো বিশ, সাগর, হে রাম, সাদমা, এক দুজে কে লিয়ে-র মতো হিন্দী ছবিও।
শুধু সিনেমার জগতেই নয়, রাজনীতির জগতেও পা রেখেছেন তিনি। চলতি বছর শুরুর দিকে নিজের একটি রাজনৈতিক দলও তৈরি করেছেন হাসান।
আরও পড়ুন: ঠাগস অফ হিন্দোস্তান মুক্তির আগে দেখে নেওয়া যাক আমির খানের আগের পাঁচ ছবির ব্যবসার হিসেব
প্রাক্তন স্ত্রী সারিকার সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)
মেয়ে শ্রুতির সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)
রজনীকান্তের সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)
কমল হাসান এবং শ্রীদেবী (Photo: Express Archive)
চাচি ৪২০ ছবিতে চাচির চরিত্রে কমল হাসান (Photo: Express Archive)
বেচারা ছবির একটি দৃশ্য (Photo: Express Archive)
আলাবান্ধান ছবির দৃশ্যে কমল হাসান এবং মনীষা কৈরালা (Photo: Express Archive)
২০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন কমল হাসান (Photo: Express Archive)
পুষ্পক বিমান ছবিতে কমল হাসান (Photo: Express Archive)
কালাইমামানি অ্যাওয়ার্ড, পদ্মভূষণ এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন অভিনেতা (Photo: Express Archive)