কমল হাসানের জন্মদিনে রইল তাঁর কিছু বিরল ছবি, দেখুন

আজ অভিনেতা তথা পরিচালক কমল হাসানের ৬৪ তম জন্মদিন। দেখুন তারই কর্মজীবনের কিছু বিরল ছবি। রইল আপনাদের জন্য়।

আজ অভিনেতা তথা পরিচালক কমল হাসানের ৬৪ তম জন্মদিন। দেখুন তারই কর্মজীবনের কিছু বিরল ছবি। রইল আপনাদের জন্য়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ কমল হাসানের জন্মদিন (Photo: Express Archive)

ইতিমধ্যেই তিনি ২০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। আজও একইভাবে সিনেমা জগতে রাজত্ব করছেন তিনি, সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য ব্লকবাস্টার। আজ বুধবার অভিনেতা তথা পরিচালক কমল হাসানের ৬৪ তম জন্মদিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছা বার্তা এসেছে সুপারস্টারের কাছে।

Advertisment

মুন্দ্রম পিরাই, নায়কন, ইন্ডিয়ান, পুষ্পক বিমান, রাজা পারভাই, অপূর্ব সাগোধারারগালের মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। সেরার তালিকায় রয়েছে চাচি চারশো বিশ, সাগর, হে রাম, সাদমা, এক দুজে কে লিয়ে-র মতো হিন্দী ছবিও।

শুধু সিনেমার জগতেই নয়, রাজনীতির জগতেও পা রেখেছেন তিনি। চলতি বছর শুরুর দিকে নিজের একটি রাজনৈতিক দলও তৈরি করেছেন হাসান।

Advertisment

আরও পড়ুন: ঠাগস অফ হিন্দোস্তান মুক্তির আগে দেখে নেওয়া যাক আমির খানের আগের পাঁচ ছবির ব্যবসার হিসেব

publive-image প্রাক্তন স্ত্রী সারিকার সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)

publive-image মেয়ে শ্রুতির সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)

publive-image রজনীকান্তের সঙ্গে কমল হাসান (Photo: Express Archive)

publive-image কমল হাসান এবং শ্রীদেবী (Photo: Express Archive)

publive-image চাচি ৪২০ ছবিতে চাচির চরিত্রে কমল হাসান (Photo: Express Archive)

publive-image বেচারা ছবির একটি দৃশ্য (Photo: Express Archive)

publive-image আলাবান্ধান ছবির দৃশ্যে কমল হাসান এবং মনীষা কৈরালা (Photo: Express Archive)

publive-image ২০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন কমল হাসান (Photo: Express Archive)

publive-image পুষ্পক বিমান ছবিতে কমল হাসান (Photo: Express Archive)

publive-image কালাইমামানি অ্যাওয়ার্ড, পদ্মভূষণ এবং পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন অভিনেতা (Photo: Express Archive)

kamal haasan