Happy phirr bhag jayegi review:
Happy Phirr Bhag Jayegi movie cast: সোনাক্ষী সিনহা, জিমি শেরগিল, জাস্সি গিল, পিয়ূশ মিশ্রা, ডিয়ানা পেন্টি, ডেনজিল স্মিথ, জাসন থাম, অপারশক্তি খুরানা।
Happy Phirr Bhag Jayegi movie director: মুদ্দাসার আজিজ
Happy Phirr Bhag Jayegi movie rating: ১.৫/৫
একজন সুন্দরী পাঞ্জাবি মেয়ে পালাচ্ছে, কিছু মানুষ তাকে ধাওয়াও করছে। এখানেই হ্যাপি ফির ভাগ জায়েগি ছবির সমস্ত মজা রয়েছে। ছবির দ্বিতীয় ভাগে নতুন হ্যাপির (সোনাক্ষী) উদয় হলেও পুরোনো হ্যাপিকে (ডিয়ানা) ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর এবারে পাকিস্থানের বদলে চিত্রনাট্যের অবস্থান চিনে। যেখানে পাকিস্তানের থেকেও 'বড় ভাই' থাকে।
প্রথমে এই ছবি নতুন একটা মেজাজ নিয়ে এলেও পরে দেখা যাবে সেই একই বড় মনের পাঞ্জাবি, চতুর চাইনিজ আর দু একটা গান। ছবিটা মজার কিন্তু বড্ড সোজা আর বোকা বোকা। নতুন হ্যাপি সাংহাইতে পৌঁছায় আর বুঝতে পারে কিছু গুন্ডা তার পেছনে পড়েছে। আর আসল হ্যাপিও আশেপাশেই রয়েছে তার প্রেমিকের (আলি ফজল) সঙ্গে। নতুন হ্যাপির এই বেরিয়ে পড়ার একটা উদ্দেশ্য রয়েছে। তার একজন হৃদয়বান বাবা ছিলেন, আর ছিল এক প্রেমিক, যার হাতে মার খেত হ্যাপি। এখন হ্যাপির হবি হল কালো স্যুটেট বুটেট গুন্ডাদের শায়েস্তা করা। এ ছবিতে আছে কিছু উদ্ভট মূহুর্ত।
ছবিতে নতুন এন্ট্রি ডেনজিল স্মিথ আর জাসন থামের, যাদের চিনা চরিত্র পর্দায় দীর্ঘস্থায়ী। পুরোনো ছবির জিমি শেরগিল ও পীযূষ মিশ্র তাদের বগ্গা-আফ্রিদি জুটিকেই নিয়ে চলে। তবে তাদের স্ক্রিনপ্রেজেন্সও ছবির মান তুলতে পারেনি। চিত্রনাট্য যেন ইচ্ছে করেই কাঁচা তৈরি হয়েছে। 'তু গিল হ্যায় তো ম্যায় শেরগিল হু'য়ের মতো কিছু বোকা বোকা সংলাপ সহ্য করতে হতে পারে দর্শককে। আসলে যখন আপনি এই ধরনের চিত্রনাট্য নিয়ে কাজ করছেন যেখানে সব অসম্ভব জিনিসগুলো দেখাতে হবে সেখানে দ্রুততার সঙ্গে শেষ করতে হবে ছবি। প্রাণবন্ত না হলে দু ঘণ্টা সময় একটু বেশিই মনে হতে পারে।
আরও পড়ুন, Gold movie review: অক্ষয় কুমারের এই ছবি উত্তেজিত করবে, আবেগ জাগাবে
হ্যাপি ফির ভাগ জায়েগি ছবিতে কিছু জায়গায় আপনার হাসি পাবে। বিশেষ করে যখন আপনি দেখবেন জাস্সি গিল চিনে থাকা একজন ভারতীয় দেশকে সাহায্য করার চেষ্টায় রত। তবে পুরো ছবিতে একমাত্র জাস্সি গিলের জন্যই এন্টারটেইনড হবেন দর্শক।