Haranath Chakraborty: 'অশিক্ষিত সব-অস্তিত্বহীন ..', মৃত্যুর খবর রটতেই ইউটিউবারদের ওপর ক্ষোভে ফেটে পড়লেন হরনাথ চক্রবর্তী

Haranath Chakraborty Fake death: কিছুদিন আগেই জানা গিয়েছিল যে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি চলে গিয়েছেন। কিন্তু, পরিচালকের এই খবর পেয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁর খোঁজ নিতেই ফোন করেছিল...

Haranath Chakraborty Fake death: কিছুদিন আগেই জানা গিয়েছিল যে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি চলে গিয়েছেন। কিন্তু, পরিচালকের এই খবর পেয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁর খোঁজ নিতেই ফোন করেছিল...

author-image
Anurupa Chakraborty
New Update
haranath chakraborty fake death news

Haranath Fake death: রেগেমেগে কী বলছেন পরিচালক? Photograph: (Instagram)

হঠাৎ করেই সমাজ মাধ্যমে খবর, মাথায় আকাশ ভেঙে পড়ল সিনেপ্রেমীদের। এত হিট ছবির পরিচালক হরনাথ চক্রবর্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সব নাকি শেষ, পরিচালক নাকি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে, তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য।

Advertisment

কিছুদিন আগেই জানা গিয়েছিল যে তাঁর স্ত্রী মারা গিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন, তারপর আর শেষরক্ষা হয়নি। গত মঙ্গলবার তিনি চলে গিয়েছেন। কিন্তু, পরিচালকের এই খবর পেয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তাঁর খোঁজ নিতেই ফোন করেছিল। না, নিজেই ফোন তুলেছেন তিনি। ভাল আছেন। সমস্ত খবরটাই ভুয়ো। তাঁর কাছে যখন এই বিষয়ে জানতে চাওয়া হল, তিনি অত্যন্ত বিরক্তির সঙ্গেই জবাব দিলেন। পরিচালক সাফ বললেন...

"আমি জানি না, কেন এটা করল। আমার স্ত্রী চলে গিয়েছেন। সেই জায়গায় হয়তো, আমায় করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই তো অবস্থা। আমি এই জন্য কোনও সোশ্যাল মিডিয়া আইকন বা ইউটিউবারকে সাক্ষাৎকার দি না। কোনও একটি ইউটিউবের মারফত বানানো হয়েছে এই খবরটা সেটা দেখলাম। এরা এত অসভ্য, আমার আর কিছু বলার নেই। কোনও খোঁজ খবর রাখে না। আসলে কী হয়েছে, সেটা পর্যন্ত জানেন না। কিন্তু এখন তো সব ইউটিউবার গুলো এখন সাংবাদিক হয়েছে। আমি যদি হাতের সামনে ওদের পাই, সত্যিই জুতো পেটা করব।"

চলে গিয়েছেন স্ত্রী। তাঁর এতবছরের সঙ্গ আর নেই। শোকাতুর পরিচালক। তাঁর মধ্যে নিজেকে নিয়ে এহেন খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিন্তু, নিজেকে নিয়ে এই ছেলেখেলা তাঁর একদম পছন্দ হয়নি। তিনি বলছেন, "সব অশিক্ষিত। এখন তো ক্লাস ৫ এ পড়া ছেলেটাও ইউটিউব করে। গ্রামেগঞ্জে তো ভর্তি ইউটিউবারে। এসব লোকের থেকে আমরা কী আশা করব?"

Advertisment

উল্লেখ্য, পরিচালক তারকার মৃত্যু নামে একটি সিরিজ পরিচালনা করেছিলেন। সেখানে অনেকদিন পর দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে।

tollywood Haranath Chakraborty tollywood news