হরি ঘোষের গোয়াল, কথাটা শুনলেই চারপেয়ে জন্তুর কথা চোখের সামনে ভেসে আসে তো! যে কোনও নিয়মের ধার ধারে না। তবে এই হরি ঘোষের গোয়ালে , গরু নয় থাকে মানুষ অর্থাৎ পড়ুয়ারা। শ্রী চৈতন্য আদর্শ ছাত্রাবাস- হস্টেলের নাম। এখানেই থাকে ছাত্ররা। নিয়মের বাড়বাড়ন্তে প্রাণ ওষ্ঠাগত তাদের। মেয়ে বন্ধু, কোনও রকম নেশা করা সব বারণ, উপরন্তু নিরামিষ আহার।
Advertisment
গ্রাম কিংবা মফঃস্বল থেকে ছেলে-মেয়েরা শহরে আসে আশা পূরণ করতে। উচ্চশিক্ষা লাভ করে জীবনে সফল হতে। অচেনা শহরে তাদের ভরসার জায়গা হস্টেল। তাই যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়, তার জন্য সমস্ত রকম নিয়ম চালু করেছেন হস্টেলের মালিক।
এই হস্টেলের মালিকের নাম হরিমোহন ঘোষ অর্থাৎ হরি ঘোষ। একদিন হস্টেলেই এক নারীকে লুকিয়ে নিয়ে আসেন পড়ুয়ারা। তারপর? এই রহস্যের উদঘাটন হবে পরিচালক শুভব্রত চট্টোপাধ্যায়ের ছবি 'হরি ঘোষের গোয়াল'-এ। এদিন মুক্তি পেল ছবির ট্রেলার।
ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে পার্থ এবং সৃজাকে। এছাড়াও অভিনয় করেছেন পার্থ সারথী বন্দ্যোপাধ্যায়, মনোজিত মুখোপাধ্যায়, অনীশ শর্মার মতো নবাগত কলাকুশলীরা। প্রযোজনা ও সৃজনশীল পরিচালকের আসনে পীযূষ সাহা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্র। খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে 'হরি ঘোষের গোয়াল'।