Harry Potter Actor death: বছরের শুরুতেই যেন একের পর এক মানুষ না ফেরার পথে। যেন ঢল নেমে গিয়েছে মানুষ চলে যাওয়ার। দেশে বিদেশে সর্বত্রই নক্ষত্রপতন। হারিয়ে গেলেন আরেক তারকা। জাদুর দেশ থেকে পাড়ি দিলেন না ফেরার দেশে। সেখানেও যে জাদু নেই তা নয়, তবে সরসারার্স স্টোন নেই এই খবরকে পুড়িয়ে ছাই করে দেওয়ার।
যার হ্যারি পটার এর ৮টা অধ্যায় দেখেছেন, তাঁদের একদম প্রথম ধাপে খাবারের ঘরে ভূতেদের কে মনে আছে? সারা হোগ্য়ার্টস যখন খেতে ব্যস্ত, তখন মাঝখান থেকে উড়ে এলেন একজন, প্রয়াত সাইমন ফিসার বেকার। বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর। চেহারার দিকে গোলগাল মানুষটির সঙ্গে নানা ধরনের মজা করতেন সেই সময়ের ছোট্ট ড্যানিয়েল র্যাডক্লিফ। এছাড়াও ডক্টর হু-তে তিনি অভিনয় করেছিলেন। তাঁর ম্যানেজার এই খবর নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজ আমি শুধু একজন ক্লায়েন্ট হারালাম এমন না, বরং একজন ১৫ বছরের বন্ধুকে হারালাম। তাঁর সঙ্গীর তরফে যে মৃত্যুর খবর জানানো হয়েছে, সেখানে কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ রোলে তাঁকে দেখা গিয়েছিল। তাঁর মধ্যে ডক্টর হু- অন্যতম। তাঁর সঙ্গী নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন...
একটা খারাপ খবর আছে। সাইমন আর নেই। আমি কিছুদিনের জন্য সমাজ মাধ্যমটা খোলা রাখছি, তবে কতদিন পোস্ট করতে পারব জানি না। কিন্তু আদৌ কীভাবে মৃত্যু হয়েছে তাঁর, এই বিষয়ে কিছুই খোলসা করা হয়নি। তিনি স্টেজ অভিনেতা এবং থিয়েটার আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। হ্যারি পটারের প্রথম ভাগে তাঁকে হাফেল্পাফ হাউজের বন্ধু ভূত হিসেবেই দেখানো হয়েছিল।
/indian-express-bangla/media/post_attachments/cd815a4a-fd2.jpg)
প্রসঙ্গে, শেষ কিছু বছরে হ্যারি পটারের বহু অভিনেতা চলে গিয়েছেন। তাঁর মধ্যে অ্যালান রিকম্যান থেকে ম্যাগী স্মিথ, মাইকেল গ্যাম্বন কিংবা রবার্ট কল্ট্রেন অন্যতম।