/indian-express-bangla/media/media_files/2025/09/09/stuart-2025-09-09-16-50-31.jpg)
না ফেরার দেশে অস্কারজয়ী...
অস্কারজয়ী প্রোডাকশন ডিজাইনার এবং আর্ট ডিরেক্টর- যার হাত ধরে একটা গোতা প্রজন্ম হ্যারি পটারের দুনিয়ায় ভেসেছিল, সেই স্টুয়ার্ট ক্রেগ আর নেই। ১৯৪২ সালের ১৪ এপ্রিল ইংল্যান্ডের নরফোকে জন্মগ্রহণ করেন স্টুয়ার্ট ক্রেগ। সত্তরের দশকের শুরুতে তিনি সিনে জগতে সেট ডিজাইনার হিসেবে যাত্রা শুরু করেন। প্রোডাকশন ডিজাইনার হিসেবে তাঁর প্রথম বড় কাজ ছিল ১৯৮০ সালের সায়েন্স ফিকশন থ্রিলার- স্যাটার্ন ৩, যেখানে অভিনয় করেছিলেন ফারাহ ফসেট এবং কার্ক ডগলাস।
রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন। তাঁর প্রয়াণের খবরটি ব্রিটিশ ফিল্ম ডিজাইনার্স গিল্ডের ফেসবুক পেজে সহকর্মী ও বিখ্যাত ডিজাইনার নীল ল্যামন্ট শেয়ার করেন।
দ্য এলিফ্যান্ট ম্যান ছবির জন্য তিনি প্রথমবার অস্কারে মনোনীত হন। এরপর ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত 'গান্ধী' ছবির সেট ডিজাইনের জন্য জেতেন জীবনের প্রথম একাডেমি পুরস্কার। মহাত্মা গান্ধীর ভূমিকায় বেন কিংসলের অনবদ্য অভিনয়ের সঙ্গে, ক্রেগের সৃজনশীল ডিজাইন বিশ্বব্যাপী প্রশংসিত হয়।
তাঁর দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিকবার অস্কারে মনোনীত হন এবং আরও দুটি একাডেমি পুরস্কার জেতেন। ১৯৮৮ সালে ডেঞ্জারাস লিয়াজোঁস (গ্লেন ক্লোজ, জন মালকোভিচ ও মিশেল ফাইফার অভিনীত) এবং ১৯৯৬ সালে দ্য ইংলিশ পেশেন্ট (রাল্ফ ফিয়েনেস ও জুলিয়েট বিনোশ অভিনীত) ছবির জন্য। তবে বিশ্বব্যাপী তিনি সবচেয়ে বেশি পরিচিত হ্যারি পটার ও ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজির জন্য।
হ্যারি পটার সিরিজের প্রযোজক ডেভিড হেইম্যান তাঁকে স্মরণ করে বলেন, "স্টুয়ার্ট ক্রেগ ছিলেন চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা প্রোডাকশন ডিজাইনার। তিনি ছিলেন ভীষণ দয়ালু, উদার ও সহায়ক একজন মানুষ। তাঁর রুচি ছিল অনবদ্য, আর গল্পের প্রতি তাঁর অনুভূতি ছিল অসাধারণ। চারপাশের মানুষদের থেকে সেরাটা বের করে আনার এক দুর্লভ ক্ষমতা ছিল তাঁর। তাঁর সঙ্গে কাজ করতে পারা এবং তাঁর সান্নিধ্যে আসা সত্যিই এক বিশেষ সৌভাগ্য।"