৫০-র ঘর পেরিয়েই সব শেষ, না ফেরার দেশে কিংবদন্তি অভিনেত্রী

চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য- তিনি অভিনয় করেছেন ‘ফাইভ ফিট অ্যাপার্ট’ (২০১৯) এবং ক্রিস রকের ‘আই থিংক আই লাভ মাই ওয়াইফ’-এ। তাঁর অভিনয়জীবনে তিনি প্রায় ৫০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন।

চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য- তিনি অভিনয় করেছেন ‘ফাইভ ফিট অ্যাপার্ট’ (২০১৯) এবং ক্রিস রকের ‘আই থিংক আই লাভ মাই ওয়াইফ’-এ। তাঁর অভিনয়জীবনে তিনি প্রায় ৫০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

চলে গেলেন কিংবদন্তি...

এইচবিও-র জনপ্রিয় ডার্ক কমেডি সিরিজ ‘ভাইস প্রিন্সিপালস’-এ, ড. বেলিন্ডা ব্রাউনের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা অভিনেত্রী কিম্বারলি হেবার্ট গ্রেগরি শুক্রবার পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে তাঁর সাবেক স্বামী চেস্টার গ্রেগরি এই দুঃসংবাদটি শেয়ার করেন।

Advertisment

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন, থিয়েটার ও চলচ্চিত্রে কাজ করেছেন কিম্বারলি। অসাধারণ অভিনয়গুণে তিনি সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত ছিলেন। ‘ভাইস প্রিন্সিপালস’-এ তিনি অভিনয় করেছিলেন এক দৃঢ়চেতা ও উচ্চাভিলাষী স্কুল প্রিন্সিপালের চরিত্রে, যার সঙ্গে দুই ভাইস প্রিন্সিপালের (ড্যানি ম্যাকব্রাইড ও ওয়ালটন গগিন্স) সংঘাতই গল্পের মূল আকর্ষণ ছিল। সিরিজটির প্রথম ভাগেই সাহসী অভিনয়ের কারণে জনপ্রিয় হন তিনি।

সহ-অভিনেতা ওয়ালটন গগিন্স ইনস্টাগ্রামে তাঁকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “আমার জীবনের অন্যতম সেরা সহ-অভিনেত্রী ছিলেন তিনি। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনন্য ছিল, এবং তিনি আমাকে অন্য কারও মতো হাসিয়েছিলেন।” কিন্তু কী কারণে তার মৃত্যু হয়েছে, সেটি প্রকাশ করা হয়নি।

Advertisment

Kimberly Hébert Gregory Shock Death: Grey's Anatomy and Big Bang Theory ...

কিম্বারলির টেলিভিশন জীবনে ‘ব্রুকলিন নাইন-নাইন’, ‘গ্রে’স অ্যানাটমি’, ‘দ্য বিগ ব্যাং থিওরি’, ‘গসিপ গার্ল’, ও ‘দ্য চি’ সহ জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের কৃতিত্ব রয়েছে। ২০২৩ সালে তিনি নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ ‘ক্যারল অ্যান্ড দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড’-এ কণ্ঠ দিয়েছিলেন।

চলচ্চিত্রেও তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য- তিনি অভিনয় করেছেন ‘ফাইভ ফিট অ্যাপার্ট’ (২০১৯) এবং ক্রিস রকের ‘আই থিংক আই লাভ মাই ওয়াইফ’-এ। তাঁর অভিনয়জীবনে তিনি প্রায় ৫০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন—নার্স, আইনজীবী, রাজনীতিক থেকে শুরু করে কৌতুকপূর্ণ চরিত্র পর্যন্ত। থিয়েটারেও তিনি ছিলেন সক্রিয়। ২০১২ সালে ‘মাই ওয়ান্ডারফুল ডে’ নাটকে গর্ভবতী পরিচ্ছন্ন কর্মীর চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এছাড়া, অ্যানিমেটেড সিরিজ ‘ক্রেগ অফ দ্য ক্রিক’-এ তিনি ৪০টিরও বেশি পর্বে কণ্ঠ দিয়েছিলেন, যা তাঁর বহুমুখী প্রতিভার প্রমাণ বহন করে।

Entertainment News Today actor death news