Advertisment
Presenting Partner
Desktop GIF

‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’, শীতেই মুক্তি

গিরিডির এই বৈজ্ঞানিককে সেলুলয়েডে নিয়ে আসছেন সন্দীপ রায়। পর্দায় আসছে প্রফেসর শঙ্কু, খবরটা শুনেই উৎসাহিত হয়ে পড়েছেন সিনেমাপ্রেমীরা। প্রথমে শোনা গিয়েছিল পুজোতেই মুক্তি পেতে পারে এই ছবি, কিন্তু তা হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
prof shanku

শীতে মুক্তি পাচ্ছে 'প্রফেসর শঙ্কু'।

‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র পোস্টার সামনে আনলেন নির্মাতারা। সেই সঙ্গে স্পষ্ট করলেন শীতে মুক্তি পাচ্ছে সত্যজিৎ রায়ের এই জনপ্রিয় রচনা। মিরকিউরল বড়ি, নিশ্চিহ্নাস্ত্র এই সমস্ত সহযোগে বৈজ্ঞানিককে চিনেছিল পাঠকরা। কৃতিত্ব অবশ্যই সত্যজিৎ রায়ের। তিনি এঁকে না চেনালে আর না লিখলে এতটা জনপ্রিয় হত না প্রফেসর।

Advertisment

গিরিডির এই বৈজ্ঞানিককে সেলুলয়েডে নিয়ে আসছেন সন্দীপ রায়। পর্দায় আসছে প্রফেসর শঙ্কু, খবরটা শুনেই উৎসাহিত হয়ে পড়েছিলেন সিনেমাপ্রেমীরা। প্রথমে শোনা গিয়েছিল পুজোতেই মুক্তি পেতে পারে এই ছবি, কিন্তু তা হয়নি। ষষ্ঠীর দিন চমক দিলেন প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন, ছেলেদের নিয়েই পুজো শুরু সুদীপা-অগ্নিদেবের

গল্পের কারণেই বিদেশে শুটিং হয়েছে এই ছবির। কলকাতা ছাড়াও ইউরোপ ও ব্রাজিলে শুটিং হয়েছে এই ছবির। যেহেতু কল্পবিজ্ঞানের ছবি তাই আশা করা যাচ্ছে স্পেশাল এফেক্ট ও ভি এফ এক্সের ওপর জোর দিতে হচ্ছে অনেকটাই। যেহেতু নকুড়বাবু ও এল ডোরাডো গল্প নিয়ে তৈরি হচ্ছে শঙ্কু সিরিজের প্রথম ছবি সেখানে প্রফেসর শঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায় আর নকুড়বাবু শুভাশিস মুখোপাধ্যায়।

tollywood sandip roy professor shanku
Advertisment