অস্ত্রোপচারের পর ভাল আছেন রাকেশ রোশন

‘‘উনি এখন ভাল আছেন, সেরে উঠছেন। ওঁর অস্ত্রোপচার নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন ছিলাম। গোটা পরিবার হাসপাতালে জড়ো হয়েছিল।কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হবে ওঁকে।’’

‘‘উনি এখন ভাল আছেন, সেরে উঠছেন। ওঁর অস্ত্রোপচার নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন ছিলাম। গোটা পরিবার হাসপাতালে জড়ো হয়েছিল।কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হবে ওঁকে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
rakesh roshan, রাকেশ রোশন

রাকেশ রোশন ও রাজেশ রোশন। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভাল আছেন রাকেশ রোশন, একথাই জানালেন ছোটভাই রাজেশ রোশন। বাবা ক্যান্সারে আক্রান্ত, এ খবর মঙ্গলবার টুইট করে জানান বলিপাড়ার অভিনেতা হৃতিক রোশন। রাকেশ রোশনের ক্যান্সারে আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠে বি-টাউন। মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচার করা হয়। সঙ্গীত পরিচালক রাজেশ রোশন ‘মুম্বই মিরর’কে জানিয়েছেন, তাঁর দাদার অস্ত্রোপচার ভাল হয়েছে। এখন সুস্থই আছেন রাকেশ।

Advertisment

এদিন রাজেশ রোশন জানিয়েছেন, ‘‘উনি এখন ভাল আছেন, সেরে উঠছেন। ওঁর অস্ত্রোপচার নিয়ে আমরা সকলেই উদ্বিগ্ন ছিলাম। গোটা পরিবার হাসপাতালে জড়ো হয়েছিল। ভগবানের কৃপায় আশা করছি, কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া হবে ওঁকে।’’

Advertisment

আরও পড়ুন, ঋষি কাপুর ক্যান্সারে আক্রান্ত? কি বলছেন নীতু সিং ?

রাকেশ রোশনের ক্যান্সারে আক্রান্তের খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। টুইটারে রাকেশের দ্রুত আরোগ্য কামনা করে হৃতিকের পাশে থাকার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। এমন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন হৃতিক।


উল্লেখ্য, গতকাল বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে হৃতিক টুইটারে জানান, রাকেশ রোশন ক্যান্সারে আক্রান্ত। তবে প্রথম পর্যায়েই তা ধরা পড়েছে। তাঁর বাবা একজন দৃঢ় মনের মানুষ, সেকথাও উল্লেখ করেছেন বলিউডের নায়ক। রাকেশ রোশনের অসুস্থতায় হৃতিকের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন স্ত্রী সুজানও। হৃতিকের টুইটে কমেন্টে তিনি লিখেছেন, ‘‘যেকোনও সুপার হিরোর থেকে উনি শক্তিমান।’’

Read the full story in English

bollywood