কেরলে কোচি বিশ্ববিদ্যালয়ে শনিবার রাতে একটি মিউজিক কনসার্ট চলাকালীন ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে চার ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ৬০ জন। সেই ঘটনায় এবার শোক প্রকাশ করেছেন গায়িকা নিকিতা গান্ধী। আসলে এই দুর্ঘটনাটি ঘটেছিল নিকিতা গান্ধী কনসার্টে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে।নিকিতা গান্ধী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "এই ঘটনায় আমি খুবই মর্মাহত। কোচিতে যা ঘটেছে তাতে আমি বাকরুদ্ধ। আমি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছিল।"
Advertisment
নিকিতা মঞ্চে পৌঁছানোর আগেই দুর্ঘটনা নিকিতা গান্ধী তার ইন্সটা পোস্টে আরও বলেছেন, "এই ঘটনায় দুঃখ প্রকাশ করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। আমার প্রার্থনা মৃত ও আহত ছাত্রদের পরিবারের সঙ্গে রয়েছে।" বৃষ্টির কারণে ভিড় কর্মকর্তারা জানিয়েছেন, নিকিতা গান্ধী মঞ্চে উঠার আগেই কোচির কাছে কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (CUSAT) ওপেন অডিটোরিয়ামে পদপৃষ্টের ঘটনা ঘটে। রিপোর্ট অনুসারে বলা হয়েছে পড়ুয়া নয়। বৃষ্টিতে আশ্রয় নিয়ে সেখানে বাইরে তবে অপেক্ষমাণ লোকজন অডিটোরিয়ামে প্রবেশ করে, এর ফলেই ভিড়ে পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
সিঁড়ি থেকে পিছলে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা
এডিজিপি এমআর অজিত কুমার বলেন, " হাজার থেকে দেড় হাজার লোকধারণ ক্ষমতা ছিল যে অডিটোরিয়ামে সঙ্গীত কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে ইতিমধ্যেই ২০০০ এর বেশি পড়ুয়া ছিলেন। পাশাপাশি হঠাৎ বৃষ্টির বাইরের বেশ কিছু মানুষও সেখানে আশ্রয় নেন। বৃষ্টি থেকে বাঁচতে পড়ুয়ারা সিঁড়ি দিয়ে ছুটতে শুরু করে, যার কারণে পা পিছলে এই দুর্ঘটনা ঘটেছে।"
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, দুর্ঘটনায় ২ ছাত্র ও ২ ছাত্রীর মৃত্যু হয়েছে। ৬০ জনেরও বেশি কালামাসেরি মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশেপাশের কিছু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে চার পড়ুয়া অবস্থা আশঙ্কাজনক।