Advertisment

পিছিয়ে গেল 'হেলিকপ্টার এলা'র রিলিজ

কাজল অভিনীত হেলিকপ্টার এলার মুক্তির দিন পিছিয়ে হল অক্টোবর ১২। এরআগে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মায়ের চরিত্রে কাজল নতুন কী চমক দেখান, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

পরিচালক প্রদীপ সরকার ডেঙ্গুর কারণে হসপিটালে ভর্তি। আর সেই জন্যই পিছিয়ে গেল হেলিকপ্টার এলার রিলিজ। কাজল অভিনীত এই ছবির মুক্তির দিন পিছিয়ে হল অক্টোবর ১২। এরআগে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এলার। হাসপাতাল সূত্রের খবর, সম্প্রতি ডেঙ্গু ধরা পড়েছে, তাই হাসপাতালে ভর্তি প্রদীপ সরকার।

Advertisment

জানা গেছে, হেলিকপ্টার এলা ছবিতে অমিতাভ বচ্চনের শুটিংয়ের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়েছিলেন পরিচালক। একজন চিকিৎসককে সঙ্গে নিয়েই অ্যাম্বুলেন্সে করে ফ্লোরে পৌঁছন তিনি। তাঁর হাতে আইভি ড্রিপও লাগানো ছিল। সেই অবস্থাতেই শুটিং শেষ করে হাসপাতালে ফিরে যান পরিচালক। কিন্তু প্রযোজক ও অভিনেতা অজয় দেবগণ প্রদীপ সরকারকে ছাড়া ছবির পোস্ট প্রোডাকশনের কাজ করবেন না।

ছবির নির্মাতারা জানিয়েছেন, পরিচালক হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এবং কাজে ফিরে আসার মতো সুস্থ হওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষা করবেন। আর সে কারণেই অজয় দেবগণ সহ ছবির সহ প্রযোজক জয়ন্তীলাল গাদা সিদ্ধান্ত নিয়েছেন ছবির মুক্তি পিছিয়ে হবে ১২ অক্টোবর। মা-ছেলের সম্পর্কের নতুন সংজ্ঞা দেবে কাজল ও ঋদ্ধি সেনের এই ছবি, এমনটাই নির্মাতাদের তরফ থেকে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, Helicopter Eela’s Riddhi Sen: অত্যন্ত ভাল সেন্স অফ হিউমার কাজল ম্যামের, ঋদ্ধি সেন

কাজল এবং ঋদ্ধির অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলেই আশাবাদী পরিচালক। আদ্যোপান্ত মা-ছেলের গল্প বলতেই ‘হেলিকপ্টার ইলা’ বানিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। ছবিতে একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে। রিল লাইফে এর আগেও বেশ কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন কাজল। আবারও মায়ের চরিত্রে কাজল নতুন কী চমক দেখান, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

riddhi sen kajol
Advertisment