ফিউশন ফ্যাশন করতে গিয়ে সামলাতে পারলেন না কাজল

মিকি কন্ট্রাক্টরের মেক আপ কাজলের চেহারায় জেল্লা এনেছিল ঠিকই, কিন্তু এত ভারী লেহেঙ্গা দিয়ে ফিউশন ফ্যাশন জাস্ট করা যায় না।

author-image
IE Bangla Web Desk
New Update
kajol_759_radhika-mehra

ফিউশন লুকে নজর কেড়েছেন অভিনেত্রী।

তাঁর স্টাইল সেন্স হয়তো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিছুটা শুধরেছে, কিন্তু কাজলকে স্টাইল আইকন কোনোদিনই বলা যাবে না। ফ্যাশন দুনিয়ায় তাঁর গৌরবময় অধ্যায় এক হাতের আঙুলে গুনে শেষ করা যাবে, কাজেই তিনি যে প্রকাশ্যে যাকে বলে ছড়াবেন, সেটা আর আশ্চর্য কী?

Advertisment

প্রমাণস্বরূপ তাঁর সাম্প্রতিক একটি লুক, সৌজন্যে একটি তরুণ তাহিলিয়ানি লেহেঙ্গা এবং ফর্ম্যাল গোলাপী শার্ট। স্টাইলিস্ট রাধিকা মেহরা এই লুকের সৃষ্টিকারী, যাতে কাজলের পোশাকের অ্যাকসেসরি হিসেবে তিনি পরেছিলেন একটি জমকালো চোকার এবং হাতে বালা। সঙ্গে কোহল টানা চোখ, উঁচু পনি টেইল।

কিন্তু সামাল দেওয়া যায় নি। মিকি কন্ট্রাক্টরের মেক আপ চেহারায় জেল্লা এনেছিল ঠিকই, এত ভারী লেহেঙ্গা দিয়ে ফিউশন জাস্ট করা যায় না। সঙ্গে ওই চোকার দেখতে অপূর্ব হলেও, এই লুকের সঙ্গে বেমানান। আমরা বলব কমই বেশি, এসব ক্ষেত্রে।

Advertisment

৪৩ বছরের এই অভিনেত্রী নজর কেড়েছেন আরও একটি পোশাকে। প্রিন্টেড শার্ট এবং লেবল অনুশ্রীর বোনা স্কার্টেও দেখা মিলেছে তাঁর। সঙ্গে মেহরার বেছে দেওয়া সিলভার কানের দুল আর চুড়ি তো রয়েছেই।

তাঁর আসন্ন ছবি 'হেলিকপ্টার এলা'-র মুক্তি উপলক্ষ্যে কাজলকে প্রায়ই নানান অনুষ্ঠানে দেখা যাচ্ছে। ছবিতে কাজল এবং ঋদ্ধি সেনের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে বলেই আশাবাদী পরিচালক। আদ্যোপান্ত মা-ছেলের গল্প বলতেই ‘হেলিকপ্টার এলা’ বানিয়েছেন পরিচালক প্রদীপ সরকার। ছবিতে একটি চরিত্রে দেখা মিলবে অভিনেতা টোটা রায়চৌধুরীর। রিল লাইফে এর আগেও বেশ কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন কাজল। আবারও মায়ের চরিত্রে কাজল নতুন কী চমক দেখান, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

তবে নির্ধারিত ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে না এই ছবিটি। কারণ প্রদীপ ডেঙ্গুর কারণে হসপিটালে ভর্তি। আর সেই জন্যই পিছিয়ে গিয়েছে 'হেলিকপ্টার এলার' রিলিজ। অজয় দেবগণ এবং ছবির সহ প্রযোজক জয়ন্তীলাল গাদা সিদ্ধান্ত নিয়েছেন ছবির মুক্তি পিছিয়ে হবে ১২ অক্টোবর।