/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/hema.jpg)
Hema malini Mandir: রামমন্দিরে হেমা
Hema Malini Visits Rammandir: মেয়ে এষার ( Esha Deol ) সংসারে যখন ভাঙ্গন, তখন মা হেমা ( Hema Malini ) কি পারেন মুখ ফিরিয়ে থাকতে? একেই তিনি লোকসভা ইলেকশনের জন্য, ব্যস্ত। মথুরায় গিয়ে তিনি প্রচার করছেন। তারমধ্যে তিনি গেলেন রামলালার দরবারে।
গতমাসে উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। রামলালাকে আগমন জানাতে হাজির ছিলেন সকলেই। দেশের শিল্পপতিরা থেকে শুরু করে, তারকারা গিয়েছিলেন সেখানে। আর, শুক্রবার রামমন্দিরে ( Ayodhya Ram mandir ) গেলেন হেমা মালিনী। সেখানে গিয়ে প্রার্থনা করেন তিনি। পুজো দিয়ে বেড়িয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
আর সেসব ভিডিও ভাইরাল হতেই, বেশিরভাগ এমনই দাবি করেছেন মেয়ের সাংসারিক শান্তি বজায় রাখতেই তিনি গিয়েছেন রামমন্দিরে। এষা এবং তাঁর স্বামী ভরত বিচ্ছেদের ঘোষণা করেছেন। আপাতত, মায়ের সঙ্গেই রয়েছেন রয়েছেন এষা এবং তাঁর সন্তানরা। নিজেদের জীবনে কিছু ব্যাক্তিগত মুহূর্ত চেয়ে নিয়েছেন তাঁরা। তবে, হেমাকে রামমন্দিরে দেখেই নেটিজেনদের বক্তব্য, মেয়ের সংসার ঠিক নেই বলেই হয়তো তিনি পুজো করতে গিয়েছেন। যদিও, পুরোটাই তাঁদের অনুমান।
আরও পড়ুন - Kangana Ranaut: ‘যাদের জ্বলছে তারাই রাক্ষস…’, অযোধ্যায় পা রেখেই রাজনীতি শুরু কঙ্গনার!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমা বলেন, "দারুণ ব্যবস্থাপনা হয়েছে। রামলালাকে দর্শন করলাম। সবথেকে ভাল লাগছে এটাই, যে এই জায়গাকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। রামলালা যে এত মানুষের মুখে অন্ন যোগাচ্ছে, এটাই তো সবথেকে আনন্দ।
প্রসঙ্গত,এষা নাকি এবার রাজনীতিতে আসবেন একথাও জানিয়েছিলেন হেমা। সংসারে ইতি টানতেই কি তবে এবার দেশসেবার দিকে ঝুঁকছেন? হেমা জানিয়েছিলেন, এশা রাজনীতি করতে পছন্দ করেন। হয়তো, ভবিষ্যতে সেও আসবে এই দিকে।