Hema Malini-Esha Deol: সংসার ভাঙছে মেয়ে এষার! পরোয়া নেই? অযোধ্যায় সীতা সাজবেন হেমা মালিনী

Hema Malini as Sita : মেয়ের সংসার ভাঙছে, ১২ বছরের দাম্পত্য শেষ! হেমা ব্যস্ত নিজের কাজে...

Hema Malini as Sita : মেয়ের সংসার ভাঙছে, ১২ বছরের দাম্পত্য শেষ! হেমা ব্যস্ত নিজের কাজে...

New Update
esha deol hema malini ram mandir ayodhya

Hema-Esha: এশার জীবন তোলপাড়, হেমা কীসে ব্যাস্ত?

অযোধ্যা নরেশ তাঁর নিজের স্থানে ফিরছেন। রামমন্দির উদঘাটনে আর অল্প কিছু দিন। সোমবার, সকাল থেকেই শুরু হবে যজ্ঞানুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Narendra Modi ) উপস্থিতিতে রামলালার মূর্তি স্থাপন করা হবে।

Advertisment

সেখানেই উপস্থিত থাকবেন দেশের নানা দিজ্ঞজ মানুষদের অনেকেই। রজনীকান্ত থেকে অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan ) , সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং অনেকেই আমন্ত্রণ পেয়েছেন। দুদিন আগেই সেখানে হাজির হয়েছিলেন ভারতের শ্রেষ্ঠ সিরিয়াল রামায়ণের তিন মুখ্য চরিত্র। অরুণ গভিল, দীপিকা ছিখলিয়া, এবং সুনীল লাহিড়ী। যথেষ্ট ভালবাসা এবং সম্মান পেয়েছেন তারা সেখানে। এবার পালা হেমা মালিনীর ( Hema Malini )। তিনি সীতা হিসেবে অনুষ্ঠান করতে চলেছেন অযোধ্যায়।

আজ সকালে, হেমা রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশ্যে। তিনি অভিনেত্রী হিসেবে তো বটেই তবে, নৃত্যশিল্পী হিসেবেও বেজায় জনপ্রিয়। তাঁর নাচ দেখতে বেশ পছন্দ করেন সকলে।  কিন্তু, একদিকে যখন দেশজুড়ে উৎসবের মরশুম, তখন তাঁর নিজের মেয়ের সংসারে ঘোর অসন্তোষ। এষা দেওল ( Esha Deol ) নাকি, তাঁর স্বামীর ঘর ছেড়ে মায়ের সঙ্গে এসে রয়েছেন। সংসার ভেঙে নাকি তিনি বেড়িয়ে এসেছেন। মেয়েদের নিয়ে এখন হেমার সঙ্গেই থাকছেন তিনি।

আরও পড়ুন - Ranbir Kapoor-Sunny Leone: ‘আমাদের ভাল শিক্ষা দেওয়া উচিত…’, রণবীরের জুতো চাটার প্রসঙ্গে অকপট সানি লিওন!

Advertisment

কানাঘুষো, খবর এমনই হেমার জামাই অর্থাৎ ভরত তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে ব্যাঙ্গালোরে আস্তানা বানিয়েছেন। এবং তিনিই নাকি এই বিচ্ছেদের পেছনে দায়ী। যদিও সেই পরিবারের কেউ এখনও এই নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে, নেটিজেনদের মধ্যে গুজগুঁজ, তারা বহুদিন আলাদা হয়ে গিয়েছেন। এখন শুধুই আইনিভাবে সমস্তটা শেষ হবে।

উল্লেখ্য, কিছুদিন ধরেই ধর্মেন্দ্রর পরিবার নিয়ে নানা আলোচনা। সানির ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন না হেমা এবং তাঁর পরিবার। তবে, গদর ২ এর সাফল্যের পর এষা নিজেই দিয়েছিলেন সাকসেস পার্টি। সেখানে এসেছিলেন অনেকেই। শাহরুখ থেকে সলমন সকলকেই দেখা গিয়েছিল এই উৎসবে।

bollywood Entertainment News Hema Malini