Hema Malini Holy Dip At Triveni Sangam: মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে মঙ্গলবার রাত দুটো নাগাদ মহাকুম্ভে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। প্রায় ১০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত অনেক। এর মাঝেই মহাকুম্ভে হাজির ড্রিম গার্ল হেমা মালিনি। সোমবারই প্রয়াগরাজে পৌঁছেছেন বর্ষীয়ান অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনি। সেখানে তিনি Avdheshanand Giri Ji Maharaj-র সঙ্গে সাক্ষাৎ করেন।
যিনি Pujya Prabhushri Ji নামেও পরিচিত। মৌনী অমবস্যায় অমৃতস্নানের মনবাঞ্ছা পূরণ করলেন হেমা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'আজ আমার খুব ভাল লাগছে। আগে কোনওদিন আমার এই অভিজ্ঞতা হয়নি। আজ বিশেষ একটা দিন। আর এইরকম একটা দিনে আমি পুণ্যস্নান করতে পেরে ধন্য। এই শুভলগ্নে আমি স্নানের সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য। খুব ভাল লাগল। কোটি কোটি মানুষ এখানে এসেছেন। ওঁদের দেখে আমি স্নান করার সাহস পেয়েছি। ধন্যবাদ।'
মৌনী অমাবস্যায় পুণ্যস্নানের সুযোগ পেয়ে আপ্লুত হেমা মালিনী। তিনি যোগ করেন, 'এটা আমার চরম সৌভাগ্য। আমার এতটাই ভাল লাগছে যে এত মানুষ এখানে জমায়েত হয়েছেন। আর আমিও তাঁদের সফরসঙ্গী হয়ে পুণ্যস্নান করতে পেরেছি। ধন্যবাদ।'
চলতি বছরের কুম্ভমেলায় গিয়েছে রেমো ডিসুজা, পুনম পাণ্ডে। কদিন আগেই প্রাণনাশের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কোরিওগ্রাফার রেমো ডি'সুজাকে। হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫-এ অংশ নেন রেমো। ত্রিবেণী সঙ্গমে স্নান করার মুহূর্ত নিজেই শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
একটি কালো পোশাকে দেখা যায় রেমোকে। ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। উন্মুক্ত ছিল শুধু দুটি চোখ। নদীতে ডুব দেওয়ার সময়ে নজরে আসে রেমোর গলার রুদ্রাক্ষের মালা। মহাকুম্ভে গিয়ে নিজের জীবন বদলে ফেলেছেন নয়ের দশকের অভিনেত্রী মমতা কুলকার্নিও। সমস্ত রীতি মেনে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন।
উল্লেখ্য, মুম্বই বিমানবন্দরে সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ক্যাজুয়াল ড্রেসে লেন্সবন্দি হয়েছেন বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। নিজেই জানিয়েছেন, মহাকুম্ভে যাচ্ছেন। সেখান থেকে প্যাপেদের জন্য প্রসাদ আনবেন। এরপর পুনম আবার নিজেই জিজ্ঞাসা করেছেন, তাঁদের জন্য আর কিছু আনবেন কিনা। সেলেব পাপারাৎজ্জিৎরা উত্তরে বলেন, 'না না ধন্যবাদ'। এরপর হাসি মুখে বিমান ধরার জন্য এগিয়ে যান বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে।