Advertisment

Squid Game 3: সিজন ২ শেষ হতে না হতেই আসছে সিজন ৩! স্কুইড গেমের পরের পার্ট কবে রিলিজ করছে?

Squid Game Season 3: রহস্য, রোমাঞ্চ এবং জীবন নিয়ে খেলা দেখা গিয়েছে এই সিরিজে। এটি এমন একটি সিরিজ, যা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। সিজন ৩ নাকি শীঘ্রই আসছে...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
squid game

Squid game: সিজন ৩ আসছে কবে? Photograph: (ফাইল চিত্র )

বছরের অন্যতম সেরা থ্রিলার এবং রোমাঞ্চকর সিরিজ নিয়ে আলোচনা তুঙ্গে। স্কুইড গেম দুই সিজনে যেভাবে মানুষকে আনন্দ দিয়েছে, এবং মনোরঞ্জন করেছে, সেই নিয়ে নতুন করে আর বলার নেই। এবং জানা যাচ্ছে, এই সিরিজের সিজন থ্রি আসতে চলেছে খুব শীঘ্রই।

Advertisment

স্কুইড গেম এমন একটি সিরিজ, যার জন্য অপেক্ষায় থাকেন ভক্তরা। রহস্য, রোমাঞ্চ এবং জীবন নিয়ে খেলা দেখা গিয়েছে এই সিরিজে। এটি এমন একটি সিরিজ, যা মানুষকে অনেক কিছু শিখিয়েছে। আর সেইজন্যই কি এই সিদ্ধান্ত নিলেন নির্মাতারা? কী জানা যাচ্ছে? নির্মাতাদের তরফে জানানো হয়েছে, এবার নাকি দর্শকরা ভাবার আগেই নতুন ভাগ চলে আসবে।

কবে রিলিজ করছে?

রিপোর্ট এবং ক্রিয়েটার হেং ডং হিউক জানিয়েছেন, মানুষ বুঝতেও পারছেন না, কত তাড়াতাড়ি এর সিজন ৩ আসতে চলেছে। গুজব এমনই রয়েছে, এবছরের মাঝে কিংবা শেষের দিকে রিলিজ হতে পারে। বেশিরভাগ এমনই দাবি করছেন জুন বা জুলাই মাসে দেখা যেতে পারে এই সিরিজের তৃতীয় সিজন। অনেকেই দাবি করছেন, ২৭ জুন নাকি এই ছবি রিলিজ করছে। যদিও, বা তারিখের যে ভিডিওটি দেওয়া হয়েছিল, সেটি ডিলিট করা হয়েছিল।

Advertisment

কিন্তু, Netflix এর তরফে এখনও সঠিক করে কিছু জানানো হয়নি। কিন্তু দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখানেই শেষ না। কেমন হতে চলেছে সিজন ৩?

জানা যাচ্ছে, আগামী সিজন মনস্তাত্ত্বিক ট্রমা এবং মানসিক অবস্থার ওপর আরও বেশি করে অধারিত। এমনকি, এও জানা যাচ্ছে, এই সিজনে গি হুনের চূড়ান্ত পর্যায় দেখা যাবে। তাঁর সঙ্গে সঙ্গে এও দেখা যাবে, কিভাবে অপরাধবোধ - ক্ষতি এবং জীবনের চূড়ান্ত সময় পরিলক্ষিত হয়। তবে গেমের সঙ্গে সঙ্গে অদ্ভুত এবং রোমহর্ষক কিছু টুইস্ট আশা করা যেতে পারে।

korean drama Squid Game
Advertisment